‘বাংলার সরকারি কর্মীদের দিতে হবে না ট্যাক্স!’ DA দাবির মধ্যেই বড় মন্তব্য

Published on:

dearness allowance bengal

শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় গেছে ততই বাংলার সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার (Dearness Allowance) ফারাক দিন দিন বেড়েই চলেছে। একদিকে যখন কেন্দ্রীয় সরকারী কর্মীরা ৫৩ শতাংশ হারে DA পাচ্ছেন সেখানে বাংলা সরকারি কর্মীদের ঝুলিতে রয়েছে মাত্র ১৪ শতাংশ ভাতা। এসবের মাঝেই পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট ২০২৫। এ ছাড়া আগামী কয়েক দিনের মধ্যে আবার রাজ্য বাজেট পেশ হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় বাজেটে আবার বড়সড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দেশের লক্ষ লক্ষ মানুষকে স্বস্তি দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে বার্ষিক আয় ১২ লাখ টাকা পর্যন্ত হলে আয়কর দিতে হবে না। এছাড়া বেতন ভোগীদের ১২.৭৫ লাখ টাকা বার্ষিক আয় হলে দিতে হবে না টাকা। এরই মাঝে এবার বলা হচ্ছে, বাংলার কিছু সরকারি কর্মচারীদের আয়কর দিতেই হবে না। বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

আমাদের সাথে যুক্ত হন Join Now

পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ

আসলে কেন্দ্রীয় বাজেটে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়ার পর রাজ্য সরকারকে কটাক্ষ করেন সরকারি কর্মীরা। বিশেষ করে যখন কেন্দ্র ঘোষণা করে যে ১২ লক্ষ টাকার বার্ষিক আয়ের ওপর কোনো ট্যাক্স দিতে হবে না সে ব্যাপারে। এই ঘোষণার পরেই মমতা বন্দোপাধ্যায়ের সরকারকে তীব্র নিশানা করেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী। তাঁর মতে, কিছু সরকারি কর্মী এতটাই কম বেতন পান যে তাদের ট্যাক্স দিতেই হবে না।

আরও পড়ুনঃ বারেবারে কেওয়াইসি থেকে মুক্তি! বাজেটে ঘোষণা C-KYC’র, কী সুবিধা পাবেন গ্রাহকেরা?

কী বলছেন সরকারি কর্মী?

কিংকর অধিকারী বলেছেন, ‘পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের বদান্যতায় এ রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন এতটাই কম যে তাঁদের অধিকাংশকে কোন ট্যাক্স দিতে হবে না। কেন্দ্রের থেকে ৩৯-৪৩% মহার্ঘ ভাতা কম। তার উপর কেন্দ্রীয় কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন লাগু হবে এক বছর পরে। আর রাজ্য সরকার সেই অর্থ দিয়ে ভোট রাজনীতি করছে।’

Whatsapp Broadcast Join Now

আরও পড়ুনঃ বাজেটে ৫৩.৫৪% বরাদ্দ কমল নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো রুটে

আদতে এই জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের আরো এক দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হতে পারে তারপরে বাংলার সরকারের কর্মীদের সঙ্গে কেন্দ্রের ডিএ-র ফারাক স্বাভাবিকভাবেই আরো বেশ খানিকটা বেড়ে যাবে।

কোন রাজ্যের কর্মীরা কতটা DA পাচ্ছেন?

Whatsapp Group Join Now

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বড় মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, অসম, বিহার, গুজরাট, গোয়া, হরিয়ানা, ওড়িশা, রাজস্থান, তামিলনাড়ুর মতো রাজ্যের সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। সেখানে বাংলার কর্মীরা পাচ্ছেন মাত্র ১৪%।

সঙ্গে থাকুন ➥
X