গরমের ছুটির মধ্যেই পরপর ৬ দিন বহু ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেল, দেখুন তালিকা

Published:

Train Cancelled
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বাইরে বেরোনোর পরিকল্পনা করছেন? ভাবছেন এই ভ্যাপসা গরমে একটু ট্রেনের হাওয়া খেয়ে আসবেন? তাহলে আগেভাগেই কিছু বাতিল ট্রেনের তালিকা (Train Cancelled) দেখে নিন। কারণ আগামী কিছুদিন ধরে দক্ষিণ-পূর্ব রেলের বহু গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে। 

জানা যাচ্ছে, 19 মে থেকে 25 মে পর্যন্ত বহু ট্রেন বাতিল করা হয়েছে, এমনকি কিছু ট্রেনের রুট বদল ও যাত্রা সংক্ষিপ্তও করে দেওয়ে হয়েছে। সূত্রের খবর, এই সময়ের মধ্যে 14 টি গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে। এই নিয়ে রেলের পক্ষ থেকে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে।

কেন বাতিল করা হচ্ছে ট্রেন?

সূত্রের খবর, বর্তমানে আদ্রা রেল বিভাগে জোরকদমে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। যাত্রী পরিষেবা উন্নত করতেই রেলের এই পদক্ষেপ। হ্যাঁ, এমনটাই জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। আর এ কারণেই 19 মে থেকে 25 মে পর্যন্ত একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

যাত্রীদের জন্য রেল কী বলছে?

ভারতীয় রেল জানিয়েছে, যাত্রীদের যাতে কোনোরকম অসুবিধা না হয়, সেজন্য আগেভাগেই জানিয়ে দেওয়া হচ্ছে যে, কোন কোন ট্রেন বাতিল করা হবে। এমনকি কিছু ট্রেনের রুটও বদল করা হচ্ছে। তাই ভ্রমণের আগে অবশ্যই সময়সূচি দেখে বেরোনো বুদ্ধিমানের কাজ।

বাতিল হওয়ার ট্রেনের তালিকা

  • 68101/68102: খড়গপুর-আদ্রা-খড়গপুর মেমু
  • 18035/18036: খড়গপুর-হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস
  • 68095/68096: ময়নাপুর-বাঁকুড়া-ময়নাপুর মেমু
  • 12885/12886: শালিমার-ভোজুডিহ-শালিমার এক্সপ্রেস
  • 18019/18020: ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু
  • 63594/63593: আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু
  • 68046/68045: আসানসোল-আদ্রা-আসানসোল মেমু

রুট পরিবর্তন করা ট্রেনগুলির তালিকা

শুধু বাতিল নয়, কিছু ট্রেনের রুটও বদল করা হয়েছে। আর এই তালিকায় থাকছে 18601 টাটানগর-হাতিয়া এক্সপ্রেস, যেটি 25 মে ঘুরে চলবে চান্ডিল, গুন্ডা বিহার ও মুরি স্টেশন হয়ে। এমনকি এই তালিকার আরও থাকছে 18627 ও 18628 হাওড়া-রাঁচি-হাওড়া এক্সপ্রেস, যেটি 25 মে ঘুরে চলবে কোটশিলা, পুরুলিয়া, চান্ডিল, টাটানগর ও খড়গপুর হয়ে।

আরও পড়ুনঃ ধরা ছোঁয়ার বাইরে যাচ্ছে সোনা, ফের বাড়ল দাম! দুঃসংবাদ রুপো নিয়েও, আজকের রেট

রুট সংক্ষিপ্ত ট্রেনের তালিকা

দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে কিছু ট্রেনের রুটও সংক্ষিপ্ত করা হয়েছে। তালিকায় থাকছে-

  • 68089/68090 মেদিনীপুর-আদ্রা-মেদিনীপুর মেমু, যেটি 20 মে গরবেতা স্টেশন পর্যন্ত চলবে।
  • 18023/18024 খড়গপুর-গোমো-খড়গপুর এক্সপ্রেস, যেটি 20 মে আদ্রা স্টেশন পর্যন্ত চলবে।
  • 68056/68060 টাটানগর-আসানসোল-বরভূম মেমু, যেটি 19 মে থেকে 25 মে পর্যন্ত আদ্রা স্টেশন পর্যন্ত চলবে। 

তাই এই সময়ের মধ্যে যাত্রীদের যদি ভ্রমণের পরিকল্পনা থাকে, তাহলে অবশ্যই রেলের অফিসিয়াল ওয়েবসাইট বা স্টেশনে গিয়ে সময়সূচী দেখে নিয়ে ভ্রমণের পথে পা বাড়ানো সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join