শ্বেতা মিত্র, কলকাতাঃ নতুন মাসে ফের একবার ভোগান্তি হতে চলেছে সাধারণ রেল যাত্রীদের। কেউ হয়তো ভাবতেও পারবেন না যে তাঁদের কপালে কী দুর্ভোগ লেখা রয়েছে। আসলে ফের একবার বাতিল থাকতে চলেছে একগুচ্ছ ট্রেন। শনিবার ও রবিবার বহু ট্রেন বাতিল থাকতে চলেছে বাংলায়।মূলত শিয়ালদহ (Sealdah) ডিভিশনের মতো গুরুত্বপূর্ণ লাইনে বাতিল থাকবে বহু ট্রেন। ফলে আপনিও যদি শনি ও রবিবার ট্রেনে করে কোথাও যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটির ওপর একবার চোখ বুলিয়ে নিন।
শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে বহু ট্রেন
শিয়ালদহ ডিভিশনে উপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার লোকাল ট্রেন থেকে শুরু করে এক্সপ্রেস, মেল ট্রেন যাতায়াত করে। আর এই ট্রেনগুলির ওপর ভর করে প্রতিদিন সাধারণ মানুষ রাজ্য তথা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করেন। তবে আপনিও যদি লোকাল ট্রেনে যাত্রী হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে খারাপ খবর। কারণ শনিবার এবং রবিবার একগুচ্ছ ট্রেন বাতিল থাকতে চলেছে এই শিয়ালদা ডিভিশনে এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে ঠিক কী কারণে এবং কোন কোন ট্রেন বাতিল থাকতে চলেছে তাহলে চোখ বুলিয়ে নিন লেখাটির ওপর।
রেলের তরফে জানানো হয়েছে, মূলত কালীনারায়ণপুর স্টেশনে কাজ হচ্ছে। আর তাই বেশ কিছু লোকাল ট্রেন বাতিলের পাশাপাশি ট্রেনের সময়ও এদিক-ওদিক করা হচ্ছে। যাইহোক, তাহলে আর দেরি না করে দেখে নিন বাতিলের তালিকায় কোন কোন ট্রেন রয়েছে।
শনিবার কোন কোন ট্রেন বাতিল থাকবে
৭ ডিসেম্বর যে যে ট্রেনগুলি বাতিল থাকবে সেগুলি হল শিয়ালদহ থেকে শান্তিপুর: আপ ৩১৫৩৯/ ডাউন ৩১৫৩৮
শিয়ালদহ থেকে কৃষ্ণনগর: আপ ৩১৮৪৩ / ডাউন ৩১৮৩৮
শিয়ালদহ থেকে লালগোলা: আপ ০৩১৯১/ ডাউন ০৩১৯০।
রবিবার বাতিল থাকবে এই ট্রেনগুলি
রানাঘাট থেকে কৃষ্ণনগর: আপ ৩১৭২১, ৩১৭২৩ / ডাউন ৩১৭২২
শিয়ালদহ থেকে কৃষ্ণনগর: আপ ৩১৮১১/ ডাউন ৩১৮১২, ৩১৮১৬
রানাঘাট থেকে শান্তিপুর: আপ ৩১৭৮৫/ ডাউন ৩১৭৮৮
রানাঘাট থেকে লালগোলা: আপ ৩১৭৬৫/ ডাউন ৩১৭৬৮
শিয়ালদহ থেকে শান্তিপুর: আপ ৩১৫১১/ ডাউন ৩১৫১৪
বহু ট্রেনের সময় বদল
এদিকে যে ট্রেনগুলির সময়সীমা ও যাত্রাপথ বদল কড়া হয়েছে সেটি হল হল ০৩১৭১ শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার স্পেশাল। এটি রবিবার অন্য সময়ে ও অন্য রুটে চলবে। অন্যদিকে, শনিবার ৩১৫৪১ শিয়ালদহ-শান্তিপুর লোকাল, ৩১৫১২ শান্তিপুর-শিয়ালদহ লোকাল।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |