প্রীতি পোদ্দার, কলকাতা: গতকাল, বুধবার অক্ষয় তৃতীয়ার শুভদিনে একেবারে মহা ধুমধাম করে যজ্ঞ করে দ্বারোদ্ঘাটন হয়ে গেল দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple)। এতদিন বাংলার মানুষকে জগন্নাথদেবের কাছে পৌঁছতে, যেতে হত পুরী। তবে এবার ভগবানের দেখা মিলবে দিঘাতেই। এদিন সকাল থেকেই মন্দিরে শাসকদল আর বাংলা বিনোদন দুনিয়ার খ্যাতনামী ব্যক্তিত্বদের যেন মেলা বসে গিয়েছিল। এমতাবস্থায় মন্দিরপ্রাঙ্গণে তিলধারণের জায়গা নেই। আর এই আবহে মন্দিরে ফোন চুরির মত গুরুতর অভিযোগ করলেন এক YouTuber।
ফোন চুরির অভিযোগ দিঘার মন্দিরে
বিগত ছ’দিন ধরে দিঘায় জগন্নাথ মন্দিরকে ঘিরে একাধিক তোড়জোড় শুরু হতে গিয়েছিল। যজ্ঞও চলছিল মন্দিরে। প্রাঙ্গণের প্রতিটি অলিন্দ ফুলের মালায় সাজানো। মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে ভোগ রান্নার তদারকি করছেন। এদিকে বাংলার সমস্ত ক্ষেত্র থেকে মোট ১২ হাজার মানুষ উপস্থিত হয়েছেন এই তীর্থক্ষেত্র দেখার জন্য। আর সাধারণভাবেই মন্দির উদ্বোধনের দিন যাতে কোনও সমস্যা না হয় তার জন্য আমন্ত্রিতদের মুঠোফোন ব্যবহার করা নিষিদ্ধ ছিল। পুণ্যার্থীদেরকেও মুঠোফোন ব্যবহারেও নিষিদ্ধ ছিল। আর তাতেই নাকি ঘটে বিপত্তি। অসংখ্য পুণ্যার্থীদের ফোন সহ মানিব্যাগ ব্যাগ চুরির অভিযোগ উঠল।
২০০-র বেশি ফোন চুরির অভিযোগ
সম্প্রতি ‘নির্মমতা’ নামের এক ফেসবুক পেজ থেকে এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে এক YouTuber এই অভিযোগ তোলেন যে, মন্দিরে যখন পুণ্যার্থীরা ব্যাগ নিয়ে প্রবেশ করছিলেন তখন দ্বার রক্ষীরা সকলের ব্যাগ চেক করছিলেন। এবং ব্যাগ চেক করার পর মন্দিরে ঢুকতে দিচ্ছিলেন। কিন্তু যখন মন্দিরের ভিতর প্রবেশ করছিলেন তাঁরা তখন দেখা যায় কারোর ব্যাগের মধ্যে মোবাইল ফোন নেই, আবার কারোর ব্যাগের মধ্যে মানিব্যাগ নেই। এই ঘটনা শুধু নাকি একজন অথবা দুজনের সঙ্গে ঘটেনি, অসংখ্য পুণ্যার্থীদের সঙ্গে ঘটেছে। প্রায় নাকি ২০০ র বেশি ফোন মিসিং। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি India Hood Bangla।
ভাইরাল হওয়া সেই ভিডিও তে ওই ব্যক্তি সকল পর্যটকদের দিঘার এই জগন্নাথ ধামে আসার আগে সতর্কবার্তা দিয়েছে। এবং তিনি এই ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই লোকাল থানার পুলিশের কাছে অভিযোগ জমা দিয়েছে। ইউটিউবার এও দাবি করে যে, সে নাকি থানায় GDE পর্যন্ত করেছেন। বলে দিই, ইন্ডিয়া হুডের তরফ থেকে এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। এমনও হতে পারে যে, শুধুমাত্র বদনাম করার জন্যই এই ভিডিও করা হয়েছে। ওদিকে নির্মমতা নামের যেই পেজ থেকে এই ভিডিও ছাড়া হয়েছে। সেই পেজটি বিজেপির হয়েই সোশ্যাল মিডিয়ায় প্রচার করে। আর এই কারণেই এই ভিডিওর সত্যতা ঘিরে সংশয় রয়েছে।
আরও পড়ুনঃ রাজ্যপালের অনুমোদন, এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ-মানিকের বিরুদ্ধে তদন্তে ED
অন্যদিকে গতকাল দিঘায় এই জগন্নাথ ধামে এসে হাজির হন বিজেপি নেতা দিলীপ ঘোষ । সঙ্গে নিয়ে আসেন স্ত্রী রিঙ্কু মজুমদারকেও। জানা গিয়েছে, দিলীপকে মন্দিরে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। আর তাতেই বিধানসভা নির্বাচনের আগে দল বদলের প্রসঙ্গ উঠে আসে। যদিও সব জল্পনাই উড়িয়ে দিয়েছে দিলীপ।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |