শিয়ালদা, কলকাতা থেকে দার্জিলিং এক্সপ্রেস, পদাতিক সহ একাধিক ট্রেনের সময় বদলাল পূর্ব রেল

Published on:

darjeeling mail

শ্বেতা মিত্র, কলকাতাঃ বর্তমানে দেশজুড়ে উৎসবের আবহাওয়া বিরাজ করছে। সেইসঙ্গে হালকা হলেও শীতের একটা আমেজও পেতে শুরু করেছেন বাংলা তথা দেশবাসী। সামনেই রয়েছে দীপাবলি। আর এই সময়ে কেউ কোথাও ঘুরতে যাবে না তা তো হতেই পারে না। এমনিতে কথায় আছে বাঙালির পায়ের তলায় সরষে ফুল। আর এই সর্ষে ফুলের তাগিদে হাতে দু-একদিনের ছুটি পেলেই বাঙালিরা ঘুরতে বেরিয়ে পড়েন। আপনিও কি বাঙালি হয়ে আগামী কয়েকদিনের মধ্যে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? বিশেষ করে ট্রেনে করে উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন বা টিকিট কাটবেন বলে ভাবছেন? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরী খবর। আসলে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেনের সময়সীমা বদলে দিল পূর্ব রেল। হ্যাঁ ঠিকই শুনেছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বদলে যাচ্ছে বহু ট্রেনের সময়সীমা

শুধু উত্তরবঙ্গই নয়, আরো একাধিক ট্রেনের সময়সীমা বদানো হচ্ছে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। রেল যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, হাওড়া, শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে ছাড়ে এমন একাধিক ট্রেনের সময়সূচি বদল করা হচ্ছে। এখন আপনার মনেও অনেক প্রশ্ন জাগছে কোন কোন ট্রেনের সময়সীমা বদলে দেওয়া হয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

রেল সূত্রে খবর যে যে ট্রেনের সময়সীমা বদলে দেওয়া হচ্ছে সেগুলির মধ্যে রয়েছে গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, কাজিরাঙা এক্সপ্রেস, বালুরঘাট-শিয়ালদা এক্সপ্রেসের মতো কিছু গুরুত্বপূর্ণ ট্রেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেলের সময়ে বদল | Padatik Express, Darjeeling Mail Time CHange |

রেল জানাচ্ছে, আগে যেখানে দার্জিলিং মেল শিয়ালদায় পৌঁছত ৫টা বেজে ৩০ মিনিটে। নতুন সময়ে অনুযায়ী দার্জিলিং মেল শিয়ালদায় পৌঁছবে ৫টা বেজে ৪০ মিনিটে। অন্যদিকে পদাতিক এক্সপ্রেস ৬টা বেজে ৪৫ মিনিটের বদলে ৬টা বেজে ৫০ মিনিটে শিয়ালদায় আসবে। অর্থাৎ কোথাও ১০ মিনিট কোথাও আবার ৫ মিনিটের ব্যবধান ঘটছে।

আরও পড়ুনঃ শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় ‘ডানা’র! ঝড় বৃষ্টি নিয়ে বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতর

আবার যেমন কাজিরাঙা এক্সপ্রেসের কলকাতায় আসত ১১টা বেজে ৫৫ মিনিটে। সেই ট্রেনই এবার ঢুকবে ১২টা বেজে ৫ মিনিটে। গৌড় এক্সপ্রেস ৪:৩৫ মিনিটের বদলে এবার আসবে ৪টে বেজে ৪০ মিনিটে। বালুরঘাট হাওড়া এক্সপ্রেস শিয়ালদায় আসবে ৪টে বেজে ২৫ মিনিটে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group