উত্তরবঙ্গে দুর্যোগের মাঝে শিলিগুড়িতে উদ্ধার দৈত্যাকার অজগর! ভয়ে সিটিয়ে এলাকাবাসী

Published:

Python recover in siliguri
Follow

সহেলি মিত্র, শিলিগুড়িঃ দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে না পেতেই ফের একবার শিরোনামে উত্তরবঙ্গ। এবার আলোচনায় উঠে এসেছে শিলিগুড়ি। শিলিগুড়িতে উদ্ধার হল বিশালাকার অজগর সাপ (Python Recover In Siliguri)। এই সাপের আকার ও আয়তন দেখলে নিজের চোখকেই হয়তো আপনি বিশ্বাস করতে পারবেন না। ইতিমধ্যে এই সাপের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক গতিতে ভাইরাল হয়েছে।

শিলিগুড়িতে উদ্ধার বিশালাকার অজগর সাপ

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটা গাছের অনেক উঁচুতে একটি বড় এবং মোটা আকারের অজগর সাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে। আর এই সাপটিকে ঘিরে যেন মেলা বসে গিয়েছে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বাইপাস সংলগ্ন এলাকায়। বাইপাস এলাকা মানেই বুঝতে পারছেন লোক সমাগম। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি Indiahood.in.

যাইহোক ভিডিওতে আরও দেখা যাচ্ছে, ইতিমধ্যে সাপটিকে উদ্ধার করতে বনকর্মীরা এসে হাজির হয়েছেন। সাপটিকে নামানোর জন্য দুজন কর্মী গাছে অবধি উঠে গিয়েছিলেন, আর এহেন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই হতবাক সকলে। এক কথায় সাপটিকে দেখলে মনে হবে ইংরেজি কোনো সিনেমার দৃশ্য, অজগর সাপটি এতটাই মোটা এবং আকারে বড়। ভিডিওতে দেখা যায়, সাপটিকে উদ্ধার করতে বনকর্মীরা গাছে তো উঠেছেন, কিন্তু সাপটিকে একটু খোঁচাখুঁচি করতেই সে নিচে পড়ে যায়। এরপর মুহূর্তে সেখানে হুড়োহুড়ি পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে।

কী বলছেন নেটাগরিকরা?

ইতিমধ্যে এই ভিডিও দেখে মানুষ কমেন্ট করছেন। একজন লিখেছেন, ‘এই বন কর্মীদের কোন ট্রেনিং নেই। গাছ থেকে ফেলে দিল সাপটাকে। চারিদিকে জল। সাপটা প্রাণের দায়ে গাছের উপরে উঠেছিল।’ অপর একজন লিখেছেন, ‘এভাবে কষ্ট দিয়ে সাপটাকে ফেলে দিল ওতো ভয় পেয়েই গাছে উঠেছিল।’

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join