কলকাতা মেট্রোয় সফর এবার হবে ব্যয়বহুল! মাথায় হাত নিত্য যাত্রীদের

Published on:

kolkata-metro

কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই কলকাতা মেট্রো পরিষেবা নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা বেড়েই চলেছে। ট্রেন বাসের পাশাপাশি এখন কলকাতা মেট্রো যেন শহরবাসীর প্রাণবিন্দু হয়ে উঠেছে। শহরের এক প্রান্ত থেকেও অন্য প্রান্তে যাওয়ার ক্ষেত্রে এবং সর্বোপরি সস্তায় ভ্রমণ করতে এখন মানুষ যেন এই মেট্রো পরিষেবাকেই বেছে নিচ্ছেন। এখনো অবধি মানুষ মাত্র ৫ টাকায় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে সক্ষম হন। তবে এবার এই কলকাতা মেট্রো নিয়েই প্রকাশ্যে উঠে এলো বিরাট বড় খবর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আপনিও কি কলকাতার বাসিন্দা? আপনিও কি শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য মেট্রোতে ওঠেন? তাহলে আপনার জন্য রইল এবার এক জরুরি খবর। জানা যাচ্ছে, এবার মেট্রো ভ্রমণের খরচা কিছুটা বাড়তে চলেছে নিত্য যাত্রীদের। চমকে গেলেন তো কিন্তু এটাই সত্যি।

বাড়বে মেট্রো ভ্রমণের খরচ

এতদিন অবধি যেখানে মানুষ ৫ টাকাতেও ভ্রমণ করতে পারতেন কিন্তু এখন সেই টাকা ন্যূনতম ১০ টাকা হতে চলেছে। আর এমন প্রস্তাব ধেয়ে এসেছে সুদূর দিল্লি থেকে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আসলে দিল্লির মেট্রো পরিচালনার দায়িত্বপ্রাপ্ত দিল্লি মেট্রোরেল কর্পোরেশনের বা সকলে চলতি কথায় যাকে বলে DMRC অপারেশনস অ্যান্ড সার্ভিসেসের ডিরেক্টর অমিতকুমার জৈন কলকাতা কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডিকে পাঠিয়েছে। সেই চিঠির নম্বর ছিল DMRC/DO&S/2023/199। কর সেই চিঠিতে যা লেখা রয়েছে তা শুনে সকলেরই চোখ কপালে উঠে গেছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কী লেখা আছে চিঠিতে

এই চিঠিতে কলকাতায় মেট্রো রেলের পরিচালন- ব্যবস্থা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেতে আগ্রহ প্রকাশ করেছেন দিল্লির কর্তারা। অমিতকুমার জৈন লিখেছেন, ‘সারা পৃথিবীতেই বিভিন্ন সার্ভিস সেক্টরে এখন স্থায়ী কর্মী নিয়োগের বদলে অস্থায়ী কর্মী দিয়ে কাজ চলছে এবং ‘আউটসোর্সিং’ বাড়ছে। এই প্রবণতা মেনে কাজ করে DMRC বিপুল সাফল্য পেয়েছে। পরিচালন-দক্ষতা, যাত্রী-নিরাপত্তা, সুরক্ষা এবং রক্ষণাবেক্ষণে DMRC-র সাফল্য প্রশ্নাতীত। তাই এবার কলকাতা মেট্রোর অপারেশন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেতে আগ্রহী আমরা।’

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ‘পরিকাঠামোগত উন্নয়নে রেলবোর্ড নানা পরিকল্পনাই করে। তার মানে এই নয় যে তার সবকটা বাস্তবায়িত হয়। এই বিষয়টা নিয়েও আলোচনা হয়েছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

আরও পড়ুনঃ বজ্রবিদ্যুৎ সহ ঝড়! দক্ষিণবঙ্গের ৯ জেলায় আজ দুর্যোগ, আবহাওয়ার খবর

এদিকে দিল্লিকে পাল্টা চিঠি লিখেছে কলকাতা মেট্রোর শ্রমিকদের সংগঠন MRMU এর সাধারণ সম্পাদক সুজিতকুমার ঘোষ এবং সংগঠনের বর্ষীয়ান নেতা শিশির মজুমদার। তাঁরা জানান, ‘পার্মানেন্ট নেগোশিয়েশন মেশিনারি ওরফে PNM-এ জেনারেল ম্যানেজার জানিয়েছিলেন, রেলবোর্ড চাইছে কলকাতা মেট্রোকে কর্পোরেশনে পরিণত করতে। কিন্তু সেই পরিকল্পনা যে এতটা এগিয়েছে, খবর ছিল না।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group