সহেলি মিত্র, কলকাতাঃ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে একের পর এক পদক্ষেপ নিয়েই চলেছে ভারতীয় রেল। আর এই পদক্ষেপের অন্যতম কিছু নিদর্শন হল বন্দে ভারত এক্সপ্রেস, বন্দে ভারত স্লিপার ট্রেন, নমো ভারত ইত্যাদি। তবে আজ কথা হবে নমো ভারত র্যাপিড রেল নিয়ে যা কিনা আগে বন্দে মেট্রো নামে পরিচিত ছিল। বর্তমান সময়ে এই ট্রেনটি বেশ কিছু অংশে চলছে দেশের। তবে সবকিছু ঠিকঠাক থাকলে বাংলার ভাগ্যেও হয়তো এই ট্রেন আসতে চলেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ছুটতে পারে দিঘা-আসানসোল রুটে (Digha-Asansol)। যদিও এই বিষয়ে রেলের তরফে আনুষ্ঠানিক কিছু বিবৃতি জারি করা হয়নি।
দিঘা-আসানসোল রুটে নমো ভারত! | Namo Bharat in Digha-Asansol Route
ইতিমধ্যে ভারতীয় রেলের তরফে আনা এই নমো ভারত র্যাপিড রেল একের পর এক মাইলস্টোণ স্পর্শ করেই চলেছে। আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। যাইহোক, বর্তমানে এই ট্রেন আহমেদাবাদ থেকে ভুজ এবং জয়নগর থেকে পটনা রুটে চলছে। এটিকে বন্দে ভারত এক্সপ্রেসের ‘মিনি’ ভার্সেন বলা হয়। এবার কানাঘুষো শোনা যাচ্ছে, দিঘা-আসানসোল রুটেও এই ট্রেন নামাতে পারে রেল। সত্যিই কি তাই?
স্টপেজ ও সময়
যদি দিঘা-আসানসোল রুটে এই ট্রেন চলে তাহলে স্টপেজ এবং সময় কতক্ষণ লাগবে তা দেখে নিন একনজরে। খড়্গপুর হয়ে দিঘা থেকে আসানসোল নমো ভারত র্যাপিড রেল চলতে পারে। নমো ভারত ৭ ঘণ্টারও কম সময়ে ৩৭২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। এবার আসা যাক স্টপেজের ব্যাপারে। সূত্রের খবর, দিঘা-আসানসোলে ট্রেনটি যাত্রাকালে খড়গপুর জংশন, মেদিনীপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া এবং আদ্রা জংশনের মতো প্রধান রেল স্টেশনগুলিতে থামতে পারে।
ভাড়া ও সময়
এবার আসা যাক রুটের ভাড়া এবং কোন কোন সময়ে ট্রেনটি চলবে সে সম্পর্কে জেনে নেওয়া যাক। রেল সূত্রে খবর, দিঘা থেকে আসানসোল নমো ভারত ট্রেনে ১৬টি কোচ থাকবে। সব কোচই শীতাতপ নিয়ন্ত্রিত থাকবে। ভ্রমণের ভাড়া অসংরক্ষিত থাকবে এবং সম্ভবত ৩৫০-৪০০ টাকার আশেপাশে থাকবে। অন্যদিকে দিঘা থেকে আসানসোল নমো ভারত র্যাপিড রেল দীঘা থেকে বিকেল ৬টায় রওনা হয়ে আসানসোল পৌঁছবে রাত ১১টা নাগাদ। এরপর ফিরতি পথে ট্রেনটি আসানসোল থেকে সকাল ৭টায় ছেড়ে দিঘা পৌঁছবে দুপুর ২টো নাগাদ। আবারও জানিয়ে রাখি, এই বিষয়ে রেলের তরফে কোনওরকম আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |