শ্বেতা মিত্র, কলকাতা: উত্তরবঙ্গে যাওয়া আগামী দিনে আরো সহজ হতে চলেছে। কারণ খুব শীঘ্রই চলতে পারে আরও নতুন ট্রেন (North Bengal Kolkata Train)। তাও কিনা এবার জলপাইগুড়ি রোড স্টেশন থেকে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। সেই দিন হয়তো বেশি আর দূরে নয় যখন এই ঝাঁ চকচকে স্টেশন থেকে হাওড়া কিংবা শিয়ালদা থেকে নতুন ট্রেন ছুটবে।
চালু হচ্ছে নতুন ট্রেন?
এমনিতে তো উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় নিউ জলপাইগুড়ি রেল স্টেশনকে। সে দার্জিলিং হোক কিংবা ডুয়ার্স, যেখানেই যাওয়া হোক না কেন, আগে পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষকে এই এনজেপি স্টেশনে আসতেই হয়। অবশ্য উত্তরবঙ্গে যাওয়ার ক্ষেত্রে আরও বিকল্প রুট আছে যেমন বাস, বিমান। কিন্তু সেগুলি খুবই খরচসাপেক্ষ। ট্রেনে করে উত্তরবঙ্গে যাওয়া অনেকটাই সস্তার। সারাবছরই উত্তরবঙ্গগামী ট্রেনের চাহিদা তুঙ্গে থাকায় ট্রেনের টিকিট পাওয়া যায় না। তবে আর চিন্তা নেই, কারণ এবার জলপাইগুড়ি রোড স্টেশন থেকে নতুন ট্রেন চালানোর পরিকল্পনা হচ্ছে।
সম্প্রতি কয়েক কোটি টাকা ব্যয়ে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালু হয়েছে। এরপর থেকেই জলপাইগুড়ি রোড স্টেশন থেকে নতুন ট্রেন চালানোর দাবি জানিয়ে আসছিলেন মানুষ। অবশেষে এবার সকলের সেই ইচ্ছাকে মান্যতা দিয়ে রেল কর্তৃপক্ষ এই স্টেশন থেকে হাওড়া কিংবা শিয়ালদার উদ্দেশ্যে নতুন ট্রেন পরিষেবা শুরু করার পরিকল্পনা করছে।
বড় মন্তব্য সাংসদের
এই বিষয়ে বিশেষ ইঙ্গিত দিয়েছেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়। তিনি জানান, বিষয়টি নিয়ে নাকি সম্প্রতি দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি। বৈঠকে এই স্টেশন থেকে নতুন ট্রেন পরিষেবা শুরু করার বিষয়টি উত্থাপন করা হয়েছিল। এমনকি ইতিবাচক সাড়া অবধি দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।
আরও পড়ুনঃ বাংলাদেশের বিরুদ্ধে জিতেও হারের নতুন রেকর্ড গড়ল ভারত
সাংসদের মতে, রেলমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে কিছু পরিকাঠামোগত উন্নতির মাধ্যমে দ্রুত নতুন ট্রেন চালু করা হবে। সবথেকে বড় কথা, নতুন ট্রেনটিতে এসি স্লিপার কোচ যুক্ত করা হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |