জোকা-IIM মেট্রো নিয়ে নতুন সিদ্ধান্ত! জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি দিল কর্তৃপক্ষ

Published on:

Metro railway kolkata issues land acquisition notification for expansion of Joka-IIM metro section

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ জটিলতা কাটিয়ে অবশেষে শুরু হয়েছে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়ার কাজ। মাটির তলদেশে নিজের ক্ষমতা দেখাচ্ছে টানেল বোরিং মেশিন। এরই মাঝে, এবার জোকা থেকে IIM পর্যন্ত 1.2 কিলোমিটার অংশে মেট্রো পরিষেবা সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি করল মেট্রো কর্তৃপক্ষ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি দিল মেট্রো কর্তৃপক্ষ

আনন্দবাজার পত্রিকার রিপোর্ট বলছে, কলকাতা মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, জোকা থেকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট পর্যন্ত 1.2 কিলোমিটার অংশে মেট্রো সম্প্রসারণের জন্য এবার জমি অধিগ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রো পথের দু’ধারে 10 মিটার পর্যন্ত অংশে নতুন কোনও নির্মাণ কাজ করা যাবে না।

মেট্রো স্টেশন সংলগ্ন অঞ্চলে লাইনের মাঝের অংশ থেকে দুপাশের দূরত্ব কম করে 20 মিটার। এমন তথ্য দিয়েই মেট্রো রেলওয়ে আইনের 21 (1) ধারায় জমি অধিগ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তৈরি হবে নতুন স্টেশন

প্রাপ্ত তথ্য অনুযায়ী, জোকা থেকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট পর্যন্ত মেট্রো পথ সম্প্রসারিত হলে ওই অংশে একটি নতুন স্টেশন যুক্ত হবে বলেই আশা করা যাচ্ছে। একই সাথে, এসপ্ল্যানেড স্টেশনের পর ইডেন গার্ডেন্সের বিপরীতে মোহনবাগান ক্লাবের পার্শ্ববর্তী অংশে সম্প্রসারণেরও অনুমোদন মিলেছে বলেই খবর।

রিপোর্ট অনুযায়ী, IIM, জোকা মেট্রোর মতোই ময়দানের পার্শ্ববর্তী অঞ্চলে মোহনবাগান মাঠের কাছে আরও একটি নতুন স্টেশন তৈরি করা হবে। সব মিলিয়ে, মেট্রো কর্তৃপক্ষের এই নতুন কর্মযজ্ঞে স্টেশনের সংখ্যা বেড়ে যে 14টিতে দাঁড়াবে সে কথা আগেই জানা গিয়েছিল। তবে এবার সেই পথ মসৃণ করার পথে হেঁটেছে কলকাতা মেট্রো।

অবশ্যই পড়ুন: মোহনবাগানের সেরা ফুটবলার অপুইয়া, ফরোয়ার্ড জেমি! বর্ষসেরার তালিকায় আর কারা?

প্রকল্প বাস্তবায়নে মোটা টাকা বরাদ্দ করেছে কেন্দ্র

রিপোর্ট বলছে, বর্তমানে ইস্ট ওয়েস্ট মেট্রোর পর জোকা মেট্রো সম্প্রসারণের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের কাছে। মূলত সেই কারণেই জোকা মেট্রো সম্প্রসারণকে গুরুত্ব দিয়ে কাজে মন দিয়েছে কর্তৃপক্ষ। শুধু তাই নয়, বিগত দিনগুলিতে এই অংশে মেট্রোর সংখ্যা অনেকটাই বেড়েছে। জানা যাচ্ছে, এই গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্পটির জন্য ইতিমধ্যেই 1000 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।

কাজেই, জোকা থেকে IIM পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজে যে অর্থের অভাব হবে তেমনটা বলাই যায়! বরং, এই সম্প্রসারণের কাজ দ্রুত শেষ হলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের কাছাকাছি তৈরি হবে একটি নতুন স্টেশন। যার ফলে ডায়মন্ড হারবার রোড থেকে দক্ষিণ 24 পরগনা জেলার আমতলা সংলগ্ন এলাকাগুলির সাথে যোগাযোগের পথ অনেকটাই মসৃণ হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group