Indiahood-nabobarsho

বাধা কাটল এসপ্ল্যানেড-শিয়ালদহ রুটে, কবে গড়াবে মেট্রোর চাকা? মিলল সবুজ সংকেত

Published on:

Kolkata Metro

সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতাবাসীর দীর্ঘ প্রতিকার অবসান ঘটতে চলেছে। হ্যাঁ, এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত এবার মেট্রোর (Kolkata Metro) চাকা গড়াবে। 27 এপ্রিল, রবিবার রেলওয়ে সুরক্ষা কমিশনের তরফ থেকে সবুজ সংকেত পাওয়া গিয়েছে। মেট্রো রেল কর্পোরেশনের তরফ থেকে জানানো হয়েছে যে, সামনে আর কোন বাধা নেই। খুব শীঘ্রই যাত্রীদের জন্য এই রুট খুলে দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নিরাপত্তা পরীক্ষার পর এবার সবুজ সংকেত

গতকাল সকালে কমিশনার অফ রেলওয়ে সেফটি সুমিত সিঙ্ঘলের নেতৃত্বে একটি বিশেষ দল এই রুটের মেট্রো লাইন ও সুরঙ্গের নিরাপত্তা খতিয়ে দেখেন। সুরঙ্গের মধ্যে বাতাস চলাচলের ব্যবস্থা, আপাতকালীন প্রটোকল সমস্ত খুঁটিনাটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করা হয়। আর সমস্ত দিক বিবেচনা করাই ছাড়পত্র মিলেছে।

সূত্রের খবর, এই সময় কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর অনুজ মিত্তল সহ মেট্রোর বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত কাজ পরিকল্পনামাফিক শেষ হওয়ায় তারা খুব খুশি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এক মেট্রোয় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ

প্রসঙ্গত জানিয়ে রাখি, এই গ্রীন লাইনের ছোট্ট অংশটি যুক্ত হলে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত সয়াসরি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। আর ইতিমধ্যেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। আর সেই সূত্র ধরে শিয়ালদহের সাথে সংযোগ এতদিন অপেক্ষারই ছিল।

জট কাটল বউবাজারের

তবে এই রুট তৈরিতে বিপত্তি কিন্তু পিছু ছাড়েনি। অতীত ঘাটলে দেখতে পাবো, 2019 সালের আগস্ট মাসে বউবাজার এলাকায় সুড়ঙ্গ করার সময় সেখানে ধস নামে। এমনকি সেই সুড়ঙ্গ কাটার কাজের সময় মাটি সরে গিয়ে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এরপর দীর্ঘদিন কাজ বন্ধ থাকে। পুনরায় 2022 সালের মে ও অক্টোবর মাসের মধ্যে খননের কাজ শুরু হয়। তবে সেখানে সুড়ঙ্গে জল ঢুকে পড়ায় আবারও নতুন করে সমস্যা সৃষ্টি হয়। 

আরও পড়ুনঃ ফের পতন সোনার দামে, অক্ষয় তৃতীয়ার আগে সুখবর দিচ্ছে রুপোও, আজকের রেট

তবে অবশেষে সমস্ত বাধা-বিপত্তি অতিক্রম করে এবছরের শুরুতে জানুয়ারি মাসে প্রথম পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয় এই রুটে। আর তারপর শুধু ছাড়পত্রেরই অপেক্ষা ছিল। সবদিক খতিয়ে সফল হওয়ার পর রেলওয়ে সুরক্ষা কমিশনের ছাড়পত্র হাতে পাওয়ায় এবার সামনে আর কোন বাধা নেই। এখন শুধু হাতেগোনা আর কয়েকটা দিনের অপেক্ষা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group