Whatsapp থেকে কেনেন ৩০ টাকার লটারি, ভাগ্য বদলে গেল সুতির পরিযায়ী শ্রমিকের

Published on:

Migrant worker from Murshidabad wins 1 crore from lottery for Rs 30 via WhatsApp

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কর্মসূত্রে ছিলেন ওড়িশায়। সেখান থেকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাত্র 30 টাকা খরচ করে একটি ডিয়ার লটারির টিকিট কেটেছিলেন মুর্শিদাবাদের সুতির বাসিন্দা পেশায় পরিযায়ী শ্রমিক এক ব্যক্তি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পরে রেজাল্ট মিলিয়ে জানতে পারেন, হোয়াটসঅ্যাপে কেনা 30 টাকার লটারিই ভাগ্য ঘুরিয়ে দিয়েছে তার। আর এরপরই এক মিনিটও দেরি করেননি সুতির ডিহিগ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম। তড়িঘড়ি ছুটে আসেন মুর্শিদাবাদের বাড়িতে।

30 টাকার লটারিতেই কোটিপতি শহিদুল

ঘটনাটা 29 জুনের। এদিন ওড়িশায় বসেই নিজের স্মার্ট ফোন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি 30 টাকার লটারি কেটেছিলেন শহিদুল। নিয়ম মতো রাতে রেজাল্ট মেলাতেই চোখ কপালে ওঠে তাঁর। জানতে পারেন, হোয়াটসঅ্যাপ থেকে কেনা লটারিতেই 1 কোটি টাকা জিতেছেন তিনি। আর এরপরই, দ্বিতীয় চিন্তা না করে তড়িঘড়ি মুর্শিদাবাদের বাড়িতে ফিরে আসেন ওই পরিযায়ী শ্রমিক।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শহিদুলের অর্থ প্রাপ্তিতে বোধহয় তাঁর থেকেও বেশি খুশি তাঁর পরিবার। জানা যাচ্ছে, বাড়ির ছেলে লটারিতে কোটি টাকা পেয়েছে, এ কথা কানে আসতেই একেবারে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন পেশায় পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা।দীর্ঘদিন ধরে লটারি কাটার অভ্যেস অবশেষে কাজে এসেছে, তাই আনন্দে অনুভূতি ব্যক্ত করার ভাষা খুঁজে পাচ্ছেন না শহিদুলও। কিন্তু কী করবেন এই অর্থ দিয়ে? জানিয়েছেন লটারি বিজেতা।

অবশ্যই পড়ুন: ডুবছে পরিণীতা! কামাল দেখাচ্ছে পরশুরাম, এ সপ্তাহে TRP লিস্টে বিরাট অদলবদল

কোটি টাকার পরিকল্পনা

হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেনা লটারিতে ভাগ্য খুলেছে শহিদুলের। সে তো ভাল খবর! কিন্তু এই কোটি টাকা দিয়ে ঠিক কী করবেন মুর্শিদাবাদের ছেলে? প্রশ্নটা পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে শহিদুলের আত্মীয় সহ অনেকেরই। সেই কৌতূহলের উত্তর দিতে গিয়ে শহিদুল জানিয়েছেন, তাঁর বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। তাই এই অর্থ দিয়ে প্রথমেই বাবার চিকিৎসা করাবেন।

তাছাড়াও কোটি টাকার মধ্যে থেকে কিছু টাকা দিয়ে একটা পাকা বাড়ি বানানোর ইচ্ছে রয়েছে শহিদুলের, আসলে দিন আনা দিন খাওয়া মানুষের যেমনটা স্বপ্ন থাকি আর কি! পাশাপাশি এতদিন মাথার ঘাম পায়ে ফেলে নিদারুণ পরিশ্রম করতে হয়েছে, তবে এবার বাকি অর্থ সঞ্চয় করে সুখে শান্তিতে সংসার করতে চান মুর্শিদাবাদের সুতির ডিহিগ্রামের পরিযায়ী শ্রমিক।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group