আর নেই রক্ষে! এবার টোটো নিয়ন্ত্রণে নয়া নীতি রাজ্য সরকারের, অ্যাকশনে পরিবহনমন্ত্রী

Published on:

toto new rules

প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েক বছর ধরে রাজ্য জুড়ে টোটোর সংখ্যা যেন বেড়েই চলেছে। রাস্তা জুড়ে শুধুই যেন তাদের শাসন। যেখানে সেখানে যাত্রী তোলা-নামানোর জন্য দাঁড়িয়ে পড়েছে তারা। ফলস্বরূপ সাধারণ মানুষদের নানা ঝক্কি পোহানোর পাশাপাশি গাড়ি চলাচলেও বেশ অসুবিধা হচ্ছে। নিয়ম-কানুনের কোনো বালাই নেই। সেই কারণে বাসিন্দাদের তরফে অটো-টোটো নিয়ন্ত্রণের জন্য বার বার পুরসভায় আবেদন করা হচ্ছে। কিন্তু সমস্যা সমাধানের কোনো সুরাহা হচ্ছে না। তাই এবার খোদ পথে নামল পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

টোটো নিয়ন্ত্রণের নতুন ভাবনা

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিরোধীদের কটাক্ষের মুখে পড়ে সরকার। রাস্তায় অনিয়ন্ত্রিত টোটোর দাপট রুখতে কী কী কার্যবিধি চালু করছে সরকার তা জানতে চাওয়া হয়। আর তখনই পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী টোটো নিয়ে একগুচ্ছ নির্দেশিকা (Toto New Rules) জারি করলেন। শিলিগুড়ি শহরকে যানজট মুক্ত করতে এবং টোটো নিয়ন্ত্রণের নতুন ভাবনার কথা জানালেন পরিবহণমন্ত্রী। জানা গিয়েছে, টোটো কতদূর পর্যন্ত যাবে, কীভাবে যাবে, রাজ্যের তরফ থেকে সেই গাইডলাইন দেওয়া হবে। এই গাইড লাইন ঠিক করবে একটি কমিটি। যেখান পুরসভা, ট্রাফিক, নোডাল এজেন্সি, ইউনিয়নের প্রতিনিধিরা থাকবেন।

শিলিগুড়ি শহরকে যানজট মুক্ত করতে নয়া উদ্যোগ

এই বিষয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, “রাস্তাঘাটে টোটোর জন্য যানজট হলেও সেটা পুরোপুরি তুলে দেওয়া যায় না। তাই রাজ্য জুড়ে সমস্ত টোটোগুলির রেজিস্ট্রেশন করা হবে। তাই বলে কারও পেটে লাথি মেরে নয়, সব দিক বিবেচনা করে তৈরি করা হবে। কারণ, এটা ওদের রুটি রুজির ব্যাপার।” এছাড়াও এদিনের আলোচনায় উঠে আসে জলপাইগুড়িরও প্রসঙ্গ। বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ প্রশ্ন করেন, শিলিগুড়ি শহরকে যানজট মুক্ত করতে কী ব্যবস্থা নিচ্ছে পরিবহণ দফতর? যার উত্তরে পরিবহমন্ত্রী জানান, শিলিগুড়ি শহরে যানজট সমস্যা মেটাতে রেজিস্টার্ড নয়, এমন ৭ হাজার টোটোর ওপর নিয়ন্ত্রণের ব্যবস্থার কথা ভাবা হচ্ছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ বাংলাদেশের বাসিন্দা হয়েও প্রতি মাসে রেশন কার্ডে পাচ্ছেন সামগ্রী! পূর্ব বর্ধমানে শোরগোল

এছাড়াও এদিন স্নেহাশিস চক্রবর্তী বলেন রেজিস্টার্ড করা ৪ হাজার টোটোকে QR কোড দিয়ে নির্দিষ্ট রাস্তায় চলাচলের ব্যবস্থা করা হয়েছে। শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের সামনে থেকে প্রধাননগরে সরবে বেসরকারি বাস স্ট্যান্ড। এছাড়া, আন্তঃরাজ্য বাস চালানোর জন্য নতুন বাস টার্মিনাসের কথাও ভাবা হচ্ছে। এদিকে, বাসের সংখ্যা কমে যাওয়া নিয়েও প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “করোনার পরে অনেক রুটে বাস বন্ধ হয়ে গিয়েছে। অনেকের কাজ চলে গিয়েছে। তাই যে যে রুটে বাস বন্ধ হয়েছে সেই রুটগুলোর নাম আমাদের পাঠান। আমরা সম্পূর্ণটা খতিয়ে দেখব। তার পরে ব্যবস্থা নেব। তবে যাত্রী ছাড়া তো বাস চালানো যায় না। ফলে সেটাও দেখতে হবে।”

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group