প্রীতি পোদ্দার, পূর্ব মেদিনীপুর: ফের আরও এক নৃশংস ধর্ষণের ঘটনা ঘটল বাংলার বুকে। দিদিকে প্রেম প্রস্তাব পাঠালে তা নাকচ করে দেওয়ায় বোনের ওপর করা হল অত্যাচার। কোলাঘাটে পায়ুদ্বারে রীতিমত কাঁটা চামচ ঢুকিয়ে করা হল ধর্ষণ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কোলাঘাটে (Kolaghat)। অভিযুক্তকে নিউটাউন থেকে গ্রেফতার করেছে পুলিশ। চরম শাস্তির জন্য বিক্ষোভ শুরু হয়েছে এলাকা জুড়ে।
ঘটনাটি কী?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কোলাঘাট থানার রাইনে। নির্যাতিতার বাবা একজন হোসিয়ারি শ্রমিক। তাঁর বড় মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী এবং ছোট মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী। কয়েকদিন ধরে পার্শ্ববর্তী হরিহরপুর গ্রামের বাসিন্দা শেখ মমতাজ তাঁর বড় মেয়েকে খুব উত্যক্ত করছিল। বারংবার সাবধান করে দেওয়ায় পিছু ছাড়ছিল না। শেষে বড় মেয়েকে নিরাপদ রাখতে অভিভাবকরা তাকে মামার বাড়ি পাঠিয়ে দেন। আর তাতেই ভালো করতে গিয়ে ঘটে গেল ভয়ংকর ঘটনা। পরিবারের দাবি, প্রেমে প্রত্যাখানের প্রতিশোধ তুলতে অভিযুক্ত যুবক মমতাজ সুযোগ বুঝে বাড়িতে ঢুকে পড়ে। তখন বাড়িতে ছিল শুধু কিশোরীর ছোট বোন।
হাসপাতালে ভর্তি নাবালিকা
ঠিক সেই সময় অভিযুক্ত যুবক কিশোরীর বোনকে ছুরি দেখিয়ে এবং ভয় দেখিয়ে ধর্ষণ করে। দিদির কাছে প্রেমের প্রস্তাব পাঠালে তা প্রত্যাখান করায় রীতিমত বোনের উপর শারীরিক নির্যাতন চালানো হয় ভয়ঙ্কর ভাবে। এমনকি সেই নাবালিকার পায়ুদ্বারে কাঁটা চামচ ঢুকিয়ে দেওয়ার মতো নৃশংস এবং ভয়ংকর কাজ করে বসে এক অভিযুক্ত যুবকটি। নাবালিকাকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক মমতাজ। কিন্তু শেষ রক্ষা হল না। পুলিশ সূত্রে খবর, নিউটাউনে লুকিয়ে ছিল সেই যুবক। গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
আরও পড়ুনঃ কারচুপি করে জিতেছে অভিষেক? ডায়মন্ড হারবারের নির্বাচন নিয়ে হাইকোর্টে শুনানি
আর এই নৃশংস ঘটনার প্রতিবাদে সরব হয়েছে স্থানীয় মহিলা সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। কোলাঘাট বিট হাউসে ডেপুটেশন জমা দিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংগঠনের নেত্রীরা। প্রতিনিধি দলে ছিলেন প্রতিমা অধিকারী, মায়া খামরই, সুতপা সিনহা, মিঠু দত্ত, রীতা সিনহা প্রমুখ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনসহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। গোটা বিষয় নিয়ে তদন্ত চলছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |