সোনারপুরে বাড়িতে ঢুকে শুল্ক আধিকারিককে ‘মারধর’! ৫০ জন মিলে চালায় হামলা

Published:

Sonarpur
Follow

প্রীতি পোদ্দার, সোনারপুর: গাড়িতে ধাক্কা দেওয়া নিয়ে হঠাৎ বচসা বাধে কেন্দ্রীয় অফিসারের সঙ্গে অটোচালকের! আর তাতেই রাজপুর সোনারপুরে (Sonarpur) আবাসনে ধুন্ধুমার কাণ্ড। প্রতিশোধ নিতে আবাসনের ভিতর ঢুকে শুল্ক আধিকারিককে বেধড়ক মার কয়েকজন দুষ্কৃতীর। মারধর করা হয়েছে তাঁর স্ত্রী ও বাচ্চাকেও। তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়। গ্রেপ্তার ১। এদিকে এই ঘটনার পরই কেন্দ্রীয় আধিকারিকের আবাসনে গিয়ে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগড়ে দিলেন তিনি।

ঠিক কী ঘটেছিল?

রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, গত শুক্রবার রাতে কেন্দ্রীয় শুল্ক দপ্তরে কর্মরত আধিকারিক প্রদীপ কুমার তাঁর আবাসনে রাখা তাঁরই গাড়িতে ধাক্কা মারে এক অটো চালক। তা নিয়ে অটো চালকের সঙ্গে বচসা বাঁধে আধিকারিকের। দীর্ঘক্ষণ চলে সেই ঝগড়া অশান্তি। এক অপরকে গালাগালিও দিতে দেখা যায়, যদিও পড়ে তা সাময়িক ভাবে মিটে যায়। ঘরে চলে আসেন আধিকারিক। তারপরেই শুরু হয় আরও এক চক্রান্ত। অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, ওই অটো চালক পরে দলবল নিয়ে আবাসনে ওই আধিকারিকের ফ্ল্যাটে চড়াও হয়। ভেঙে দেওয়া হয় কোলাপসিবল গেট। ঘরের মধ্যেই তাঁকে বেধড়ক মারধর করা হয়। আর তাতে তাঁর মাথা ফেটে গিয়েছে। ইতিমধ্যেই সেই ভিডিও সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে।

কী বলছেন আহত কেন্দ্রীয় আধিকারিক?

আচমকা হামলা করার প্রসঙ্গে ওই আধিকারিক অভিযোগ তুলেছেন, তাঁর উপর ৪০-৫০জনের দল হামলা চালিয়েছে। ফ্ল্যাটে রীতিমত তাণ্ডব চালিয়েছে। এমনকি ভারী বস্তু দিয়েও মাথা ফাটিয়ে দিয়েছে তাঁর। যদিও প্রাথমিক চিকিৎসার পর প্রদীপবাবুকে ছেড়ে দেওয়া হয়েছে। এরপরে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত কাস্টমস অফিসার। আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ইতিমধ্যেই আজিজুল গাজী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিস। ঘটনার সঙ্গে বাকিদের গ্রেপ্তারের দাবি তুলেছেন ‘আক্রান্ত’ অফিসার।

আরও পড়ুন: মাছ ধরতে যাওয়াই হল কাল, নলহাটিতে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের চেষ্টা!

ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী

এদিকে সোনারপুরে এই ঘটনার পরই কেন্দ্রীয় আধিকারিকের আবাসনে গিয়ে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। শুভেন্দু বলেন, ‘পশ্চিমবঙ্গ কারোর জন্যই আজ সুরক্ষিত নয়। ওনাকে খুনের চেষ্টা করা হয়েছে। লঘু ধারায় মামলা দেওয়া হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে’। এছাড়াও শুল্ক আধিকারিককে তিনি কল্যাণী AIIMS-এ চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। রীতিমতো আতঙ্কে রয়েছে কাস্টমস অফিসারের পরিবার। ঘটনার পরে আবাসনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join