কাকদ্বীপের পর ঘাটাল! রাতের অন্ধকারে ঘট ভেঙে কালী মূর্তি তুলে পুকুরে ফেলল অজ্ঞাতরা

Published:

Ghatal
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগে কাকদ্বীপে কালীমূর্তি ভাঙচুরের ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনৈতিক মহলে। প্রথমদিকে এই ঘটনা প্রকাশ্যে নিয়ে এসেছিল শুভেন্দু অধিকারী। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম নারায়ণ হালদার। যদিও ধৃতর বাবা দাবি করেছেন যে, তাঁর ছেলেকে ফাঁসানো হয়েছে। এদিকে এই ঘটনা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি লেগেই রয়েছে। আর এবার সেই একই ঘটনা ঘটল ঘাটালের (Ghatal) জয়নগরে।

মা কালীর প্রতিমা নিয়ে পালালো দুষ্কৃতীরা

স্থানীয় সংবাদের রিপোর্ট অনুযায়ী, ঘাটালের জয়নগর এলাকায় এক স্থানীয় পরিবারে কালীপুজোর দিন রাতে ঘটে এক ভয়াবহ ঘটনা। রাতের অন্ধকারে বাড়ির লোকের অনুপস্থিতির সুযোগ নিয়ে কয়েকজন দুষ্কৃতি কালী প্রতিমা তুলে নিয়ে যায়। শুধু তাই নয় মায়ের সামনে প্রতিষ্ঠিত ঘটটিও ভেঙে দেওয়া হয়, ফুল ফল সবকিছু তছনছ করে দেয়। ভোরবেলায় বাড়ির লোক যখন ঘুম থেকে ওঠে, তখন মা কালীর মূর্তি না দেখে আতঙ্কিত হয়ে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ জানায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ এসে গোটা চত্বর তদন্ত করছে। যেই রাস্তা দিয়ে মা কালীর প্রতিমা নিয়ে পালিয়েছিল দুষ্কৃতীরা, সেই রাতে ফুল এবং মালা ছড়িয়ে থাকতে দেখা গিয়েছে। পরে দেখা যায় ৪-৫ মিটার দূরত্বে এক জলাশয়ের মধ্যে প্রতিমাকে ফেলে দেওয়া হয়েছে।

তদন্তে পুলিশ

কাকদ্বীপের ঘটনার পরপরই ঘাটালের জয়নগরে কালী প্রতিমার এই ভয়ংকর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য তৈরী হয়েছে এলাকায় এলাকায়। প্রতিবেশীদের দাবি শীঘ্রই যেন দুষ্কৃতীদের ধরা হয় এবং উপযুক্ত শাস্তি দেওয়া হয়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক প্রতিবেশী জানিয়েছেন, “ ইচ্ছাকৃতভাবে এবং ষড়যন্ত্র করে এই কাজ করানো হয়েছে। হতে পারে জন্য রাজনৈতিক যোগ, তবে অমরা এর সঠিক বিচার চাই।” এই ঘটনা অপ্রকৃতিস্থ অবস্থায় সে ঘটিয়েছে নাকি ঘটানো হয়েছে সেটা দেখা হবে। তবে এখনও পর্যন্ত এই ঘটনাকে ঘিরে কোনো প্রতিক্রিয়া দেখাননি বিজেপি এবং তৃণমূল।

আরও পড়ুন: তিন বছর আটকে BSNL-র বিল, ৩৬ প্রকল্প! রাজ্যের অ্যাকাউন্ট সিজ করার হুঁশিয়ারি হাইকোর্টের

প্রসঙ্গত, গত মঙ্গলবার গভীর রাতে কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর চন্দননগর নস্করপাড়ায় খবর জানাজানি হতেই অন্যান্য গ্রাম থেকে প্রচুর অবাঞ্ছিত বহিরাগত লোক সেখানে ঢুকে পড়ে এবং ক্ষতিগ্রস্ত কালীমূর্তি ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর রেখে রাস্তা অবরোধ করে। অবরোধকারীদের হাতে ছিল লাঠি এবং ইটপাটকেল। অবরোধ তুলতে এসে পুলিশকেও বিক্ষোভের মুখে পড়তে হয়। এমনকি পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইটপাটকেল। আর তাতেই সাম্প্রদায়িক বিক্ষোভ চরম আকার ধারণ করেছিল। যদিও সেই ঘটনা নিয়ে এখনও থমথমে গোটা এলাকা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join