প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ দিন ধরে রাজ্য সরকারের সঙ্গে সরকারী কর্মীদের কেন্দ্রীয় হারে DA পাওয়ার দাবিতে লড়াই চলে আসছে। কিন্তু রাজ্য সরকার কিছুতেই কর্মীদের DA এর পরিমাণ বাড়াতে চাইছে না। সর্বশেষ রাজ্যে DA বাড়ানো হয়েছিল চলতি বছর লোকসভার নির্বাচনের আগে। মাত্র ৪ শতাংশ DA বাড়ানো হয়েছিল। যার ফলে বর্তমানে রাজ্যের সরকারী কর্মীরা ১৪ শতাংশ DA পায়। তবে এই আবহে বছর শেষে মিলল এবার দারুণ সুখবর। রাজ্য সরকারের অধীনস্থ ‘কর্মবন্ধু’ দের এবার ভাতা বাড়ানো হল।
নবান্নের তরফে প্রকাশিত হল বিজ্ঞপ্তি
জানা গিয়েছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার নবান্নের অর্থ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যাতে উল্লেখ করা হয়েছে যে এখন থেকে মাসে মাসে ৩,০০০ টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে অস্থায়ী কর্মবন্ধুদের। এখন থেকে তাঁরা মাসে ৫,০০০ টাকা করে বেতন পাবেন। গত ১ সেপ্টেম্বর থেকেই এই বেতন কাঠামো কার্যকর হবে বলে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা বেতন বৃদ্ধির দাবি করছিলেন। অবশেষে রাজ্য সরকারের এই বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি খানিকটা স্বস্তিতে ফেলেছে তাঁদের।
এক ধাক্কায় বাড়ানো হল ২০০০ টাকা
কর্মবন্ধু পদে কর্মরতরা মূলত সাহায্যকারী হিসেবে কাজ করে থাকে। সাফাইকাজ কিংবা নৈশপ্রহরী হিসেবে তাঁদের কাজের সুযোগ রয়েছে। মূলত বিভিন্ন দপ্তরে সাহায্যের জন্যই এই পদে কর্মী নিয়োগ চালু করেছিল রাজ্য সরকার। ২০১৮ সালে তাঁদের ভাতা ছিল মাসে ২০০০ টাকা। কিন্তু এবার ৬ বছর পর সেই বেতন ৩০০০ টাকা বৃদ্ধি পেয়ে হল ৫০০০ টাকা। তবে অন্য কোনও ভাতা পাবেন না।
এই প্রসঙ্গে তৃণমূল কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক জানান, ‘‘আমরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি করছিলাম। এত দিনে রাজ্য সরকার এই দাবি মেনে নেওয়ায় তাঁদের ধন্যবাদ জানাই।’’