প্রীতি পোদ্দার, কলকাতা: বছর খানেক আগে সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল মারণ রোগ করোনা (Coronavirus In WB)। পাঁচ বছর পর আবার সেই ভাইরাস এক নয়া রূপ ধারণ করল। অনেকেই ভেবেছিলেন, পাঁচ বছর আগে ভয় কাটিয়ে সকলেই আগের জীবনে নিশ্চিন্তে ফিরে গিয়েছেন। কিন্তু সম্প্রতি, করোনা নিয়ে উদ্বেগজনক পরিসংখ্যান ফের ভয়ের কারণ হয়ে উঠেছে। আর এই পরিস্থিতিতেই রাজ্যে এক দিনেই ব্যাপক সংখ্যায় বাড়ল করোনা রোগীর সংখ্যা। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৩১ জন।
বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা!
প্রাপ্ত রিপোর্ট সূত্রে জানা গিয়েছে গত ২৬ মে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১২ জন। কিন্তু এবার অশনি সংকেতের ছায়া পড়ল। শেষ সাত দিনে এক ধাক্কায় অনেকটাই বেড়েছে আক্রান্তের সংখ্যা। এক সপ্তাহে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩১৯ জন। এবং দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৫৮ থেকে বেড়ে হয়েছে ৩ হাজার ৯৬১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা ২০৩ জন। ৪ জনের মৃত্যু হয়েছে। এবং দেশে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হল ৩২।
৩৬৩ টি নতুন কেস ধরা পড়েছে
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে গতকাল অর্থাৎ রবিবার করণার রিপোর্ট সংক্রান্ত এক নয়া তথ্য তুলে ধরেছিল। যেখানে জানানো হয়েছে করোনার দাপট বেশ বেড়েছে কেরল, মহারাষ্ট্র এবং দিল্লিতে। সেখানে যথাক্রমে ১৪০০, ৪৮৫ এবং ৪৩৬ টি কোভিড কেস ধরা পড়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে কোভিড-১৯ এ ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার এবং রবিবারের মধ্যেই ৩৬৩ টি নতুন কেস ধরা পড়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৪ জন। যার ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৩১ জন।
আরও পড়ুন: মাধ্যমিকে প্রথম, উচ্চমাধ্যমিকে ষষ্ঠ! এবার JEE-তে মেয়েদের মধ্যে ফার্স্ট কাটোয়ার দেবদত্তা মাঝি
ক্রমাগত এই করোনা আক্রান্তের গ্রাফ বাড়তে থাকায় চিন্তার ভাঁজ পরেছে সকলের কপালে। ক্রমাগত কাশি , গলা ব্যথা, বমি বমি ভাব এবং বমির মতো প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে করোনার এই ভ্যারিয়েন্টে। তার উপর অনেকের আবার প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা যাচ্ছে কনজাংটিভাইটিসের বাড়বাড়ন্ত। তবে অনেকেই বাড়িতে বিশ্রামের ফলে অনেকটাই ভালো আছেন। অন্যদিকে যাঁদের কোনও স্বাস্থ্যগত সমস্যা রয়েছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে কোভিডের লক্ষণগুলি ভয়ংকর রূপ নিয়ে চলেছে ক্রমাগত।
এদিকে রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রের জানানো হয়েছে রাজ্যবাসীরা এখনই যেন আতঙ্কিত না হয়। অবশ্যই যেন সতর্কতা এবং সাবধানবিধি পালন করে। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং নিয়মিত হাত ধোওয়া এই নিয়মগুলি মানলেই সংক্রমণ অনেকটাই কমানো সম্ভব বলে জানানো হয়েছে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।