বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাঁতরাগাছিতে সিগনালিং সমস্যার কারণে চরম ভোগান্তিতে হাওড়া-খড়গপুর শাখার (Howrah Division) যাত্রীরা। জানা গিয়েছে সিগন্যাল বিভ্রাটের কারণে ইতিমধ্যেই 200-র বেশি লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এদিকে হঠাৎ এমন সমস্যার কারণে দিশেহারা অবস্থা যাত্রীদের। কখন ছাড়বে ট্রেন? আদৌ কি আজ গন্তব্যে পৌঁছন যাবে? এমন একাধিক প্রশ্ন নিয়েই হাওড়ার নিউ কমপ্লেক্সে ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ।
হঠাৎ কেন এমন অবস্থা?
বেশ কয়েকটি সূত্র মারফত খবর, সম্প্রতি সাঁতরাগাছিতে বেশ কিছুদিন ধরে ইন্টারলকিংয়ের কাজ শেষ হয়েছিল। শোনা যাচ্ছে, এবার সেই গোটা সিস্টেমই নাকি অকেজো হয়ে পড়েছে। যার কারণে হঠাৎ করেই দেখা দিয়েছে সিগনাল বিভ্রাট! ফলত, স্বাভাবিকভাবেই হাওড়া ডিভিশনের একাধিক ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছে রেল। এ প্রসঙ্গে রেল আধিকারিকদের কী মতামত? সে অর্থে উত্তর নেই কারও কাছেই।
সূত্র বলছে, ইন্টারলকিং ব্যবস্থা সম্পূর্ণরূপে বিকল হয়ে যাওয়ায় এই মুহূর্তে নতুন করে ওই অংশে সংস্কার করা ছাড়া আর দ্বিতীয় কোনও বিকল্প নেই রেলের কাছে। দক্ষিণ-পূর্ব রেলের বেশ কয়েকজন আধিকারিক মনে করছেন, নতুন করে ইন্টারলকিংয়ের কাজ না হলে ওই লাইনে পুরোদমে পরিষেবা শুরু করা যাবে না।
রিপোর্ট অনুযায়ী, সাঁতরাগাছিতে আচমকা সমস্যা দেখা দেওয়ায় জোর কদমে নন-ইন্টারলকিংয়ের কাজ শুরু করেছেন কর্মীরা। তার জেরেই বাতিল করা হয়েছে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন। তবে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, কয়েকটি ট্রেন আবার ঘুর পথে গন্তব্যে পৌঁছচ্ছে।
চরম ভোগান্তিতে যাত্রীরা
আচমকা সাঁতরাগাছির ইন্টারলকিং সিস্টেম বিকল হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন হাজার হাজার যাত্রী। সূত্রের খবর, সিগনাল বিভ্রাটের কারণে ট্রেন বাতিলের খবর পেতেই হাওড়ার নিউ কমপ্লেক্সে ভিড় জমিয়েছেন কয়েক হাজার যাত্রী। কেউ কেউ আবার, ট্রেন লেট হওয়ার কারণে ঘন্টার পর ঘন্টা হাওড়া স্টেশনে অপেক্ষা করছেন।
এরই মাঝে বেশ কয়েকজন যাত্রী ভোগান্তির কথা জানিয়েছেন। এক মহিলা যাত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ট্রেনের সমস্যার কারণে হাওড়া স্টেশনে যা ভিড় তাতে বাচ্চাদের নিয়ে মাটিতে বসতে হচ্ছে। কেউ কেউ আবার স্টেশনে বসে ফ্লাইটের টিকিট দেখছেন, যাতে কোনওমতে দ্রুত গন্তব্যে পৌঁছনো যায়। সবমিলিয়ে, সাঁতরাগাছির সিগন্যাল বিভ্রাটে যাত্রী ভোগান্তি একেবারে চরমে।
অবশ্যই পড়ুন: জাতীয় দলের বড় তারকাকে দলে নিতে ঝাঁপাল মোহনবাগান
নামানো হয়েছে র্যাফ
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, সকাল থেকেই বহু যাত্রী হাওড়া স্টেশনে বসে রয়েছেন। বেলা যত বেড়েছে স্টেশনে যাত্রীদের সংখ্যাও পাল্লা দিয়ে বেড়েছে। এদিকে নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যেই বাড়তি ব্যবস্থা নিয়েছে রেল। খোঁজ নিয়ে জানা গেল, কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে হাওড়া স্টেশনে মোতায়েন করা হয়েছে র্যাফ।