মাঝরাতে আচমকাই বোমা বিস্ফোরণ মুর্শিদাবাদে! গুরুতর আহত ১, উচ্চমাধ্যমিক পড়ুয়া-সহ গ্রেপ্তার ৩

Published on:

Murshidabad

প্রীতি পোদ্দার, কলকাতা: রাতের অন্ধকারে বোমা বাঁধতে গিয়ে আচমকাই বিস্ফোরণ! মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা গিয়েছে এই বিস্ফোরণে জখম হয়েছেন এক দুষ্কৃতী। আহতের নাম রেহান শেখ। বর্তমানে সে হাসপাতালে ভর্তি, অন্যদিকে এই বোমা বিস্ফোরণের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

ঘটনাটি কী?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ রবিবার রাতে মুর্শিদাবাদের রানিনগরে আচমকা বোমা বিস্ফোরণ হয়। জানা গিয়েছে, চার দুষ্কৃতী রানিনগরের নজরানা এলাকায় রাতের অন্ধকারে বোমা বাঁধার কাজ করছিল। সেই সময়ে আচমকাই বিস্ফোরণ ঘটে। মাঝরাতে বিকট আওয়াজে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষজন। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ পৌঁছতেই দেখে বোমা বিস্ফোরণ একজন জখম হয়েছে। জখম ব্যক্তির নাম রিয়ান শেখ। সঙ্গে সঙ্গে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এবং মুর্শিদাবাদে পুলিশকে খবর দেওয়া হয়েছে। এই ঘটনায় মোট ৪ জন যুক্ত ছিল।

গ্রেফতার ৩ দুষ্কৃতি

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ রবিবার রাতে বোমা বাঁধার সময় তা ফেটে রিয়ান শেখের পায়ে লেগেছে। গুরুতর আহত অবস্থায় সে এখন হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও এই বোমা বিস্ফোরণ কাণ্ডে বাকি ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও ধৃতদের মধ্যে দু’জনকে আদালতে পাঠানো হয়। জানা যাচ্ছে, তাঁদের নাম যথাক্রমে রাশিদুল শেখ ও বাশিরুল মন্ডল। অন্যদিকে অপর ব্যক্তির উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা থাকায় তাঁকে পরীক্ষা দিতে নিয়ে যাওয়া হয় বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: নিজেকে নির্দোষ দাবি করে কিছু বলতে চাইছিলেন পার্থ! ধমক দিলেন বিচারপতি

বিগত কয়েক দিন ধরে যেহেতু মুর্শিদাবাদের একাধিক জায়গায় এমন বোমা বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে, তাই তদন্তকারীরা ওই বোমা কোথায় পাচার করার ছক করা হচ্ছে সে ব্যাপারে দফায় দফায় জেরা করছে ধৃতদের। এদিকে সামনেই দুর্গাপুজো। তাই তার আগে রাজ্যজুড়ে নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে প্রশাসন। এমতাবস্থায় যাতে উৎসবের মরশুমে কোনো ব্যাঘাত বা সমাজবিরোধী কোনো কাজ যাতে না হয় তাই এখন থেকেই জোর কদমে ময়দানে নেমে পড়েছে জেলা পুলিশরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥