প্রীতি পোদ্দার, কলকাতা: গত সপ্তাহ থেকেই সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বাংলা জুড়ে হিংসার আগুন জ্বলে উঠেছিল। মুর্শিদাবাদের (Murshidabad Violence) সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জ এলাকার বিভিন্ন জায়গায় রীতিমত ঘোর অশান্তি বেধে গিয়েছিল। যার ফলে নিজেদের প্রাণ রক্ষার্থে ভিটে মাটি ছেড়ে ঘরছাড়া হতে হয়েছে বহু মানুষকে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল পুলিশের গাড়িতে। যদিও পরিস্থিতি এইমুহুর্তে অনেকটাই নিয়ন্ত্রিত। আর এবার সেখানে গোটা ঘটনার পর্যবেক্ষণ করতে হাজির হল জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল।
কমিশনারের কাছে কেঁদে ফেলেন দুর্গতরা
আজ অর্থাৎ শনিবার মুর্শিদাবাদের ধুলিয়ানে মহিলা কমিশনের সদস্যরা পৌঁছন। তাঁদেরকে দেখা মাত্রই সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন দুর্গতরা। কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়তে কেউ কেউ! যা দেখে বিহ্বল হয়ে যান কমিশনের প্রতিনিধিরাও। তাঁরা স্থানীয় মহিলাদের জড়িয়ে ধরে আশ্বস্ত করার চেষ্টা করেন। কাঁদতে কাঁদতে হাড়হিম করা অভিজ্ঞতার কথা শোনান মহিলারা। কীভাবে নিজের এবং পরিবারের প্রাণ বাঁচাতে তাঁরা রাতের অন্ধকারে নৌকো পারাপার করেছিলেন সবটাই তুলে ধরেন তাঁরা। আর এই পরিস্থিতিতে তাঁদের একটাই দাবি যে শীঘ্রই এলাকায় যেন বিএসএফ এর ক্যাম্প বসে। না হলে কিছুতেই তাঁরা নিজেদের এলাকায় নিজেদের ঘরে ফিরতে পারবে না।
বিএসএফ এর ক্যাম্পের জন্য বাড়ি দিতে প্রস্তুত দুর্গতরা
গোটা ঘটনা শোনার পর দুর্গতদের সঙ্গে কথা বলে তাঁদের আশ্বস্ত করার চেষ্টা করেন প্রতিনিধি দলের সদস্যরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই বিষয় সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। কারণ এখান থেকে ফিরে গিয়ে দিল্লিকে বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে। কমিশনের সদস্যরা জানান বিএসএফ ও কেন্দ্রীয় বাহিনী এলাকায় আছে। কিন্তু তাঁরা বিএসএফ-এর সুরক্ষার ঘেরাটোপে থাকতে মরিয়া হয়ে উঠেছে। দুর্গতরা জাতীয় মহিলা কমিশনের সদস্যদের জানিয়েছেন, প্রয়োজনে তাঁরা নিজেদের বাড়ির ঘর ছেড়ে দেবেন। সেখানেই স্থায়ী বিএসএফ ক্যাম্প তৈরি করে তাঁরা থাকুক। কিন্তু, কোনওভাবেই যেন বিএসএফ-কে এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া না হয়।
Hon’ble NCW Chairperson Smt. Vijaya Rahatkar, accompanied by members of the Inquiry Committee, visited the violence-affected areas of Murshidabad, West Bengal. She met with women who shared their harrowing experiences; the pain and trauma they conveyed deeply moved her. NCW… pic.twitter.com/q79BejY5eZ
— NCW (@NCWIndia) April 19, 2025
এদিকে ওয়াকফ আইনের বিরোধিতা নিয়ে যে অশান্তি ছড়িয়েছিল রাজ্য পুলিশ, কেন্দ্রীয়বাহিনী ও বিএসএফ-এর যৌথ প্রচেষ্টায় ফের এলাকায় স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে বলে এমনই দাবি তোলে প্রশাসন। মুর্শিদাবাদ জুড়ে হিংসার জন্য এখনও অবধি প্রায় ২২০ জনের উপর ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তারই মধ্যে এলাকা পরিদর্শন শুরু করেছে জাতীয় মহিলা কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশন। তাঁরা জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার পুরো বিষয়টির উপর নজর রেখেছে। এবং কেন্দ্রকে স্থায়ী বিএসএফ ক্যাম্প তৈরি নিয়ে এলাকাবাসীর দাবির কথাও উল্লেখ করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |