সৌভিক মুখার্জী, কলকাতা: প্রকৃতিকে মুগ্ধ করে যে কাশ্মীরের পহেলগাঁও, সেখানে আজ রক্তের দাগ লেগে রয়েছে। হ্যাঁ, সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলায় (Pahalgam Attack) আবারও কেঁপে উঠেছে কাশ্মীরের পহেলগাঁও উপত্যকা। পাকিস্তানি জঙ্গিদের গুলিতে ঝরে গিয়েছে একের পর এক ভারতীয় সন্তানের প্রাণ। আর এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে গর্জে উঠেছে বাদুড়িয়ার সাবির হোসেন নামের এক মুসলিম শিক্ষক। তিনি মুখে কুলুপ এঁটে থাকতে পারেননি। প্রতিবাদ করেছেন নিজেই। হ্যাঁ, তাও কিনা ধর্মত্যাগের সিদ্ধান্ত নিয়ে।
সাবির জানিয়েছেন যে, তিনি এই ঘটনায় খুবই মর্মাহত। তিনি বলেন, ধর্মের নাম শুনে মানুষকে হুত্যা! এই নৃশংসতা কোনদিনও মানতে পারবো না। আমি লজ্জিত, আমি একজন মুসলিম পরিবারে জন্ম নিয়ে। হ্যাঁ, আমি সেই ধর্মের অনুসারী হতে পারি না, যেখানে মানুষ ধর্মের নামে অস্ত্র তুলে ধরে।
আমি এই বোঝা বইতে চাইছি না!
সাবিরের এই সিদ্ধান্ত অনেকের কাছে বিতর্ক মনে হতে পারে। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এটি শুধুমাত্র তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কারণ ভাবাবেগকে আঘাত করার উদ্দেশ্য তার কোনদিনই ছিল না। তিনি দাবি করছেন, আমি কোন ধর্মকে ছোট করছি না। এটা একান্তই আমার আত্মত্যাগ। আর সেখান থেকে নেওয়াই পদক্ষেপ।
শিক্ষক হিসেবে তার অভিজ্ঞতা তো আরো তিক্ত। ধর্মের পরিচয় জানার পর তিনি পড়েন নানা প্রশ্নের মুখে। সাবির বলেছেন, আমি একজন শিক্ষক। কোথাও গেলে কেউ না কেউ জিজ্ঞাসা করবে, আপনি কি মুসলিম? আর তারপরই শুরু হয় সন্দেহ, ঠাট্টা কিংবা বিতর্ক। আর সেই দায় আমার নয়, আমি আর এই বোঝা বইতে চাইছি না।
ধর্মহীন ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছেন তিনি
যদিও আইনগতভাবে এখনও নিজেকে তিনি ধর্মহীন ঘোষণা করেননি। তবে সাবির জানিয়েছেন যে, তিনি খুব শিগগিরই সেই পথে হাঁটবেন। তিনি বলেছেন, আমি চাই সরকারিভাবে আমার নামের পাশে কোন ধর্ম না থাকুক। আমি মানুষ, সেটাই আমার পরিচয় হোক। আর কিছু নয়। সোজাসাপটা জানিয়ে দিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ তাপপ্রবাহের মাঝেই ৪ জেলায় ঝেঁপে বৃষ্টি, ধেয়ে আসবে কালবৈশাখীও, আজকের আবহাওয়া
পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা
কাশ্মীরের এই জঙ্গি হামলার পর দেশজুড়ে আতঙ্কের আগুন ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারত এমন জবাব দেবে, যা পাকিস্তান কোনদিন কল্পনাও করতে পারেনি। ইতিমধ্যেই ভারত-পাক সীমান্ত বন্ধ করে রাখা হয়েছে। সিন্ধু নদীর জলবন্টন চুক্তি বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি পাকিস্তানের নাগরিকদের ভিসা দেওয়াও আপাতত বন্ধ করা হয়েছে। এমনকি ভারতে অবস্থানরত পাকিস্তানিদেরও দ্রুত দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |