রামনবমীর উৎসবে জোটবদ্ধ হচ্ছে হিন্দু মুসলমান! অশান্তির মাঝে সম্প্রীতির বার্তা মালদায়

Published on:

Ram Navami

প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগে মালদার মোথাবাড়ি এলাকা এবং আশেপাশের এলাকায় দুটি সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে। আর এই অশান্তিকে ঘিরে নানা রকমের গুঞ্জন ছড়িয়ে পড়ছিল লোকমুখে। আর এই আবহে মোথাবাড়ির অশান্তির পরে সম্প্রীতির বার্তা দিতে এক বিরাট পদক্ষেপ করল মুসলিম সম্প্রদায়। রাম নবমীর শোভাযাত্রায় অংশ নিচ্ছেন এবার মুসলিমরাও। একইসঙ্গে মিছিলে অংশগ্রহণকারীদের জন্য করা হচ্ছে জল সরবতের ব্যবস্থা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রামনবমীতে মুসলিমদের আহ্বান!

আগামীকাল দেশ জুড়ে পালন করা হবে রামনবমী (Ram Navami)। দিকে দিকে চলছে তাই এই উৎসবের শেষ প্রস্তুতি। বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন ইতিমধ্যেই সেই কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন। তবে এবার সেই প্রস্তুতির মাঝে আরও এক অবিস্মরণীয় ঘটনা ঘটতে চলেছে। জানা গিয়েছে এবার মালদায় রামনবমীর মিছিলে সহযোগিতা করতে এগিয়ে আসবে মুসলিম সম্প্রদায়ের লোকজনও। সম্প্রীতির বাংলায় নিঃসন্দেহে এটি এক অনন্য নজির গড়তে চলেছে। এই প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের তরফেও সাফ জানানো হয়েছে, মুসলিমরাও এই শোভাযাত্রায় সাদরে অংশ নিতে পারে। সম্পাদক তাপস সুকুল জানিয়েছেন, “রাম কী কারও একার! সব লোকই আসতে পারে।”

রাম নবমী উদযাপন কমিটির সম্পাদক কাজল গোস্বামী দুই ধর্মের এমন মিলিত সংবর্ধনায় উত্তেজিত হয়ে তিনি বলেন, “আমরা সব নিয়ম মেনেই মিছিল করছি। আমাদের জেলায় মোথাবাড়ির ঘটনাকে কেন্দ্র করে বিক্ষিপ্ত, এবং উত্তেজনার কোনও প্রভাব আমাদের উপর পড়েনি। পড়বেও না। আমাদের প্রতি সকল ধর্মের সকল বর্ণের মানুষের সমর্থন থাকে। এবারও থাকবে।” তবে এবারই আটকোশি মুসলিম কমিটি প্রথমবার সহযোগিতা করছেন এমনটা নয়, এর আগেও মালদার আটকোশি মুসলিম কমিটি রামনবমী উদযাপনে সহযোগিতা করেছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ শুধু সুদই মিলবে ৪৯,৯৪৩ টাকা! PNB এই স্কিমে বিনিয়োগে হবেন লাভবান

জেলায় জেলায় সতর্কতা

অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর উদ্দেশ্যে রামনবমীতে শান্তির বার্তা প্রদান করেছে। ইতিমধ্যেই জেলায় জেলায় রামনবমীর প্রস্তুতি চলছে। সতর্ক থাকছে পুলিশ প্রশাসন। গোটা এলাকা পরিদর্শন করতে বিভিন্ন জায়গায় চলবে ড্রোন। প্রচুর পুলিশ মোতায়েন থাকবে বিভিন্ন এলাকায়। স্পর্শকাতর এলাকায় চলছে রুটমার্চ। সবরকম খেয়াল রাখছে পুলিশ। হাওড়া থেকে হাতিবাগান, কলকাতা থেকে কাঁচড়াপাড়া সর্বত্র চলছে রাম নবমীর প্রস্তুতি।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group