রাতের কলকাতায় তরুণীর রহস্য মৃত্যু! বয়ফ্রেন্ডকে গ্রেপ্তার করল পুলিশ

Published:

Kolkata
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের রাতের কলকাতায় (Kolkata) তরুণীর রহস্য মৃত্যু। এবার তাঁর বন্ধুকেই কাঠগড়ায় তুলল পরিবার। জানা যাচ্ছে, রাতের বেলা ওই তরুণীকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল তাঁর বন্ধু। তবে যুবকের দাবি অনুযায়ী, পথ দুর্ঘটনাতেই নাকি তরুণীর মৃত্যু হয়। তবে আসলে এর পেছনে কী রহস্য রয়েছে, দুর্ঘটনা নাকি পরিকল্পনামাফিক হত্যার চেষ্টা, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এমনকি ইতিমধ্যে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি কী?

সংবাদ প্রতিদিনের একটি রিপোর্ট মারফৎ খবর, ওই মৃতা তরুণীর নাম রিয়া সোনকার (17)। তাঁর বাড়ি কলকাতার বড়বাজার চত্বরে। অঙ্কিত মিশ্র নামের এক যুবকের সঙ্গে বাইকে করে রাতে ঘুরতে বেরিয়েছিল সে। জানা যাচ্ছে, মাঝরাতেই বাইকে বান্ধবীকে নিয়ে ঘোরাঘুরি করছিল অঙ্কিত। তবে বড়বাজারের কাছেই নাকি ঘটে বিপত্তি। যুবক দাবি করছে, বড়বাজারে আসতেই এক ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। এরপর ওই তরুণীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। তারপরেই তরুণীর বাড়িতে খবর দেওয়া হয়।

আরও পড়ুনঃ পাঞ্জাবে IPS অফিসারের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা, বিলাসবহুল গাড়ি সহ গয়না

বলাবাহুল্য, ইতিমধ্যেই ওই যুবতীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ওই যুবককে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। মেয়ের মৃত্যুর সংবাদ পেয়ে ওই যুবককেই কাঠগড়ায় তুলেছে মৃতার পরিবার। পাশাপাশি হেস্টিংস থানায় যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মৃতার পরিবারের তরফ থেকে। অভিযোগের ভিত্তিতেই অঙ্কিতকে গ্রেফতার করা হয়েছে। এমনকি পুলিশ জানিয়েছে, ঠিক কী ঘটেছিল, দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবেই খুনের পরিকল্পনা, তা খতিয়ে দেখা হবে। এমনকি ওতো রাতে কেন ওই তরুণীকে নিয়ে বাইকে ঘুরতে বেরিয়েছিল ওই যুবক, সে বিষয়েও তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে মনে করছে তদন্তকারীরা। পাশাপাশি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করা হয়েছে পরিবারের তরফ থেকে।

আরওKolkata
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join