পুজোর আগে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত ছুটি, তবে কাজ করতে হবে এদের! বিজ্ঞপ্তি নবান্নের

Published on:

government holiday

সহেলি মিত্র, কলকাতা: পশ্চিমবঙ্গে কর্মরত ব্যক্তিদের জন্য রইল দারুণ সুখবর। রাজ্য সরকার ৩  সেপ্টেম্বর ছুটি (Government Holiday) ঘোষণা করেছে। নিশ্চয়ই ভাবছেন কেন? তাহলে জানিয়ে রাখি, এদিন রাজ্যজুড়ে পালিত হওয়া করম পুজো উপলক্ষে ছুটি ঘোষণা করেছে। নবান্নের তরফে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

৩ সেপ্টেম্বর ছুটি ঘোষণা সরকারের

নবান্নের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে রাজ্য সরকারের নিয়ন্ত্রিত বা মালিকানাধীন সমস্ত রাজ্য সরকারি অফিস, স্থানীয় সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা, বোর্ড, কর্পোরেশন, উদ্যোগ এবং প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে। এছাড়াও রাজ্যজুড়ে চা বাগানে নিযুক্ত উপজাতি সম্প্রদায়ের কর্মচারীরা ছুটি পাবেন। তবে কারা ছুটি পাবেন না সে বিষয়েও জানিয়েছে নবান্ন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসুরেন্স এবং কলকাতার স্ট্যাম্প রাজস্ব সংগ্রহকারীরা ছুটি পাবেন না। আর মাত্র কয়েক মাস পরেই রয়েছে দুর্গাপুজো। টানা ছুটি থাকবে। তবে তার আগেই এই করমপুজো উপলক্ষে ছুটি পাওয়ার জেরে বেজায় খুশি সরকারি আধিকারিকরা।

কোথায় কোথায় পালিত হয় করম পুজো?

অনেকেই ভাবছেন নিশ্চয়ই যে কী এই করম পুজো? আসলে কলকাতা বা শহরতলিতে এই পুজোর খুব বেশি চল নেই। মূলত মানভূম এলাকার এই উৎসব দেখা যায়। আপনি যদি এই সময়ে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন অংশে যান তাহলে করম পুজো কী এবং কেমন হয় তা দেখতে পাবেন। উত্তরবঙ্গের কোথাও কোথাও করম উৎসব হয়। পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লা একাদশীতে পালিত হয় এই উৎসব।

করম গাছের ডাল মাটিতে পুঁতে শুরু হয় উৎসব। কোথাও কোথাও মেলাও বসে করম পুজো উপলক্ষে। জনজাতি জনগোষ্ঠীর নাগরিকদের বড় উৎসব এই করম পুজো বা করম পরব।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥