নভেম্বরে ১৪ দিন ছুটি, তালিকা প্রকাশ করল নবান্ন! বন্ধ সমস্ত স্কুল, কলেজও

Published on:

november holiday nabanna

শ্বেতা মিত্র, কলকাতাঃ অক্টোবর মাস শেষ হতে আর মাত্র একটা দিন বাকি। ব্যস তারপরেই চলে আসবে নভেম্বর মাস। আর নভেম্বর মাসে রীতিমতো পোয়া বারো হতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের। হ্যাঁ ঠিকই শুনেছেন। পশ্চিমবঙ্গ সরকারের তরফে এবার নভেম্বর মাসে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছেন। আর এই তালিকা দেখে চোখ কপালে উঠেছে সকলের। বিশেষ করে যারা সরকারি কর্মী। অক্টোবর মাসে তো এমনিতেই বিশ্বকর্মা পুজো, দুর্গাপুজো, লক্ষ্মীপুজো মিলিয়ে একের পর পর এক ছুটি ছিল। তবে এবার নভেম্বর মাসে এক টানা ১৪ দিন ছুটি পেয়ে যাবেন বাংলার সরকারি কর্মীরা। শুনতে অবিশ্বাস্যকর মনে হলেও এটাই দিনের আলোর মতো সত্যি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নভেম্বরে ১৪ দিন ছুটি থাকবে

আসলে অক্টোবর মাস শেষ হওয়ার আগে নভেম্বর মাসের ক্যালেন্ডার প্রকাশ করেছে মমতা বন্দোপাধ্যায়ের সরকার। আর এই তালিকায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অর্থ দফতরের তরফে প্রতি মাসের মতো নভেম্বর মাসের ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী, ৩১ অক্টোবর কালীপুজোর ছুটি দেওয়া হয়েছে।

এক নজরে ছুটির তালিকা

১) সরকারের তরফে প্রকাশ করা তালিকা অনুযায়ী, ৩১ অক্টোবর কালীপুজোর দিন বৃহস্পতিবার পড়েছে। অর্থাৎ আগামীকাল ছুটি থাকবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

২) ১ নভেম্বরও দীপাবলির ছুটি দিয়ে রেখেছে সরকার। এরপর শনি ও রবি ছুটি।

৩) রবিবার ৩ নভেম্বর আবার ভ্রাতৃদ্বিতীয়া। অনেকেই ইতিমধ্যে ভাবতে শুরু করেছিলেন যে তাহলে তাদের ছুটিটা হয়তো মার গেল। কিন্তু এখানেই বড় রকমের চমক দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

৪) পরের দিন সোমবারও ভাইফোঁটার অতিরিক্ত ছুটি ঘোষণা করা রয়েছে। মানে ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর টানা পাঁচ দিনের ছুটি। পাবেন সরকারি কর্মীরা।

৫) ৭ ও ৮ নভেম্বর ছট পুজোর জন্য ছুটি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এরপরই রয়েছে শনিবার ও রবিবার ফলে চাইলে আপনিও শনিবার ছুটি নিয়ে ওই  রবিবার ছুটিটা কাটাতে পারেন। অর্থাৎ আবার টানা ৪ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা।

৬) ১৫ নভেম্বর গুরু নানকের জন্মদিন। আবার শুক্রবার পড়েছে। আবার শনি, রবি মিলিয়ে তিন দিনের টানা ছুটি। এরপর ২৩ ও ২৪ তারিখ শনি, রবিবার পড়েছে। আবার মাসের শেষে ৩০ তারিখ শনিবার। ফলে ডিসেম্বর মাস শুরুও হচ্ছে রবিবার দিয়ে। ফলে নভেম্বর মাসে একটানা ছুটি পেয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group