Indiahood-nabobarsho

দিঘায় কবে খুলবে জগন্নাথ মন্দিরের দরজা? দিনক্ষণ স্থির করল নবান্ন

Published on:

Digha Jagannath Temple Inauguration Date

প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগে নিউটাউনে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আয়োজন করেছিলেন রাজ্য সরকার। সেই সম্মেলনে হাজির ছিল দেশের একাধিক ধনী ব্যবসায়ী এবং শিল্পপতি। আর সেই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে কবে দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হবে। তিনি জানিয়েছেন, চলতি বছর আগামী ২৯ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple Inauguration Date) উদ্বোধন করা হবে। অর্থাৎ, অক্ষয় তৃতীয়ার একদিন আগেই মন্দিরের দরজা খুলে যাবে ভক্তদের জন্য।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘোষণা হল জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনক্ষণ

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে নবান্নের তরফে জানা গিয়েছে যে, আগামী ২৯ এপ্রিল জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞ এবং প্রাণ প্রতিষ্ঠার কর্মসূচি হবে। এবং ৩০ এপ্রিল হবে এই মন্দিরের উদ্বোধন। গত মঙ্গলবার দিঘার মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে কী হবে এবং বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা কী থাকবে তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল প্রশাসনিক কর্তাদের সঙ্গে সবিস্তারে আলোচনা করেছেন। এই আলোচনার মাঝেই উঠে আসে মহাকুম্ভের পরিস্থিতির কথা। সেখানে অসংখ্য পুণ্যার্থীদের সমারোহে একের পর এক দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজ্য সরকার দিঘায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করতে চলেছে।

ট্রাস্ট গঠনের জন্য নেওয়া হয়েছে সিদ্ধান্ত

এছাড়াও এদিন মন্ত্রিসভার বৈঠকে মন্দিরের ট্রাস্ট গঠন নিয়েও আলোচনা করা হয়। পুরীর জগন্নাথ মন্দির, কালীঘাট মন্দির, সারদা মঠ, রামকৃষ্ণ মিশন, ইসকন, দিঘার মাসির বাড়ি, সনাতন সঙ্ঘের প্রতিনিধি, সিএ-ফার্ম এবং জনসংযোগ আধিকারিকের ট্রাস্টে থাকার কথাও এদিন আলোচনায় উঠে আসে। তবে এদিনের বৈঠকে ট্রাস্ট গঠনে ২২ জনের নাম চূড়ান্ত হয়েছে। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে আগামী দিনে বাকিদের নামও চূড়ান্ত করা হবে ট্রাস্ট গঠনের ক্ষেত্রে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ বৈঠক নবান্নে, এবার কপাল খুলছে পেঁয়াজ চাষিদের! রাজ্য সরকারের উদ্যোগে কমবে দামও 

স্বাভাবিকভাবেই নবান্নের এই ঘোষণার পর সকল ভক্তদের মধ্যে আনন্দ প্রস্ফুটিত হয়েছে। প্রভু জগন্নাথের ভক্তবৃন্দ এবং সাধারণ পর্যটক – দুই পক্ষের কাছেই নবান্নের এই সংবাদ ছিল বিরাট পাওয়া। এত দিন তাঁরা সকলেই অপেক্ষায় ছিলেন, কবে চাক্ষুষ করা যাবে সেই মন্দির এবং কবেই বা ঢোকা যাবে মন্দিরের অন্দরে? অবশেষে ঘোষিত হল সবটাই। তবে শুধু ভক্ত, পুণ্যার্থী নয় পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও খুশি হবেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group