তরুণের স্বপ্ন থেকে লক্ষ্মীর ভান্ডার, এবার মানতে হবে RBI-র নির্দেশ! নয়া ফরমান নবান্নর

Published on:

nabanna

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যের জনসাধারণের জন্য সরকার একাধিক জনপ্রতিনিধিমূলক প্রকল্পের আয়োজন করলেও নানা দূর্ণীতিমূলক কর্মকাণ্ডে টাকা নয়ছয়ের অনেক ঘটনা ঘটতে দেখা গিয়েছে। সম্প্রতি তরুণের স্বপ্ন’ প্রকল্পে পড়ুয়াদের ট্যাব দেওয়ার টাকা বেহাত হওয়া নিয়ে যথেষ্ট শোরগোল পড়েছে প্রশাসনের অন্দরে। প্রকৃত উপভোক্তাদের এড়িয়ে কয়েক কোটি টাকা বেহাত হয়েছে। এছাড়াও সরকারের আরও কিছু প্রকল্পেও একই সমস্যা চিহ্নিত হয়। তা নিয়ে তদন্ত শুরু করেছে রাজ্য। আর এই আবহেই এবার প্রতিটি দফতরকে রিজার্ভ ব্যাঙ্কের সুরক্ষাবিধি মানার নির্দেশ দিল নবান্ন (Nabanna)।

দুর্নীতি রুখতে নয়া পদক্ষেপ

WhatsApp Community Join Now

সূত্রের খবর, প্রকল্পে দুর্নীতির ছায়া সম্পূর্ণ নির্মূল করতে রাজ্যের অর্থ দফতর, প্রতিটি দফতরের কর্তাকে লিখিত ভাবে জানিয়েছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে মানতেই হবে সুরক্ষাবিধি। সব উপভোক্তার তথ্য যাচাই করাতে হবে রিজার্ভ ব্যাঙ্কের অধীন এনপিসিআই মারফত। যে সব ক্ষেত্রে নেটে আবেদনপত্র জমা পড়বে, সেখানে পুরো কাজ অনলাইনে হবে। কিন্তু যারা লিখিতভাবে আবেদন করবে পরিষেবা পেতে, তাঁদের জন্য আলাদা পোর্টাল খোলা থাকবে। এমন ভাবে তা তৈরি হবে, যাতে সরকারের পক্ষে যিনি তথ্য নথিবদ্ধ করছেন বা যিনি সায় দিচ্ছেন তাঁদের সহজে চিহ্নিত করা যাবে।

IFSC র তালিকা অনুযায়ী যাচাই হবে

এখন থেকে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দু’বার নথিবদ্ধ করতে হবে। প্রথমবার নথিবদ্ধ অ্যাকাউন্ট নম্বরগুলি দেখা যাবে না আর দ্বিতীয়বার ফের তা নথিবদ্ধ করতে হবে। তাঁর ব্যাঙ্কের পাসবুকের প্রথম পাতা বা বাতিল চেকের ছবি আপলোডের ব্যবস্থা থাকবে। বিভিন্ন নামে একটি অ্যাকাউন্ট থাকলে তা-ও ধরা পড়বে। রিজার্ভ ব্যাঙ্কের IFSC র তালিকা অনুযায়ী যাচাই হবে সংশ্লিষ্ট নম্বর। ওই ব্যাঙ্ক এর শাখা এ রাজ্যে রয়েছে কি না, দেখা হবে। অ্যাকাউন্টের তথ্য অনুমোদন করবেন গ্রুপ-এ পর্যায়ের আধিকারিক। কোনও কারণে টাকা পাঠানো না গেলে তা সংশোধন করা যাবে না। সেই টাকা সরকারের ঘরে ফিরবে। গ্রাহককে SMS পাঠিয়ে প্রাপ্যের পরিস্থিতি জানাবে সরকার।

জানা গিয়েছে সব মিলিয়ে ১৬ দফা করণীয় চূড়ান্ত করেছে অর্থ দফতর। আসলে রাজ্যে ট্যাব-কাণ্ডের পরেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে অনেকের মতামত এই ডিবিটি পদ্ধতি নানা প্রকল্পে আরও আগে চালু করা উচিত ছিল। তাহলে অনেক টাকা নয়ছয় হওয়ার থেকে অনেকটা ঠেকানো যেত। লক্ষ্মীর ভান্ডার, ট্যাব, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষকবন্ধু-সহ সব অনুদান প্রকল্পের টাকা ডিবিটি মারফত মানুষের হাতে দেয় সরকার।

সঙ্গে থাকুন ➥
X