সহেলি মিত্র, কলকাতা : সুপ্রিম কোর্টের রায় চাকরি (SSC Case) গিয়েছে বাংলার প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষা কর্মীদের। এদিকে চাকরি হারা হয়ে সর্বশান্ত হয়ে গিয়েছেন বহু মানুষ। চলতি বছরের গত ৩ এপ্রিল তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বে সুপ্রিম কোর্টের একটি ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পূর্ববর্তী আদেশ বহাল রেখে রাষ্ট্রায়ত্ত এবং রাষ্ট্রায়ত্ত স্কুলগুলিতে নিযুক্ত ২৫,৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল করেছিলেন। যদিও বহু মানুষকে মাসিক টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করলাম নবান্ন।
বিজ্ঞপ্তি জারি নবান্নের
নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, “আমরা গ্রুপ-সি কর্মীদের ২৫,০০০ টাকা এবং গ্রুপ-ডি কর্মীদের ২০,০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তারা যদি এতে রাজি হয় তবে আমাকে জানাতে হবে।” এদিকে যেমন কথা তেমন কাজ। এই আর্থিক সাহায্য ঘোষণার ব্যাপারে শেষমেষ বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। নবান্নে তরফে জারি করা বিজ্ঞপ্তি দেখে মুখের কিছুটা হলেও হাসি ফুটবে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের বলে মনে করা হচ্ছে। সরকারের তরফে ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম, ২০২৫’ নামে একটি প্রকল্পও চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ভাতা পাবেন চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডির কর্মীরা। এপ্রিল থেকেই মিলবে টাকা।
মানতে হবে কিছু নিয়ম
যদিও এই টাকা কিন্তু সহজে মিলবে না এই বিষয়ে উল্লেখ্য কর্মীদের কিছু নিয়ম মানতে হবে। সূত্রের খবর, স্কুলশিক্ষা বিভাগের অন্তর্গত সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মীরা নির্ধারিত ফর্ম (Annexure-A) পূরণ করে প্রধান শিক্ষকের কাছে আবেদন করবেন। এরপর সংশ্লিষ্ট ডিআই/এস কর্তৃপক্ষ আবেদনগুলি যাচাই করে স্কুলশিক্ষা দফতরে পাঠাবেন। পরবর্তীতে আবেদনপত্রগুলি iOSMS পোর্টালের তথ্যের সঙ্গে মিলিয়ে শ্রম দফতরের কাছে পাঠানো হবে চূড়ান্ত অনুমোদনের জন্য।
চাকরি বাতিলের নির্দেশ সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্ট নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষককে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার অনুমতি দেয় এবং রাজ্য সরকারকে নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু করে ৩১ ডিসেম্বরের মধ্যে এটি সম্পন্ন করার নির্দেশ দেয়। যদিও গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মীদের জন্য কোনও ছাড় দেওয়া হয়নি।
আরও পড়ুনঃ মাত্র পাঁচ বছরে ১২,৩০,০০০ টাকা সুদ! প্রবীণ নাগরিকদের জন্য পোস্ট অফিসের সেরা স্কিম
তৎকালীন প্রধান বিচারপতি জানান, “আমরা কেবল শিক্ষকদেরই এক্সটেনশন দেব, গ্রুপ-IV প্রার্থীদের নয়। গ্রুপ সি এবং ডি কর্মীদের ক্ষেত্রে আমরা প্রার্থনা গ্রহণ করতে আগ্রহী নই, কারণ কেলেঙ্কারিতে এই প্রার্থীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।”