কর নিয়ে চিন্তার দিন শেষ! পঞ্চায়েতগুলোকে বিরাট নির্দেশ নবান্নর

Published:

Nabanna
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: মূল্যবৃদ্ধির বাজারে অস্তিত্বের লড়াইয়ের তাগিদে রীতিমত জেরবার সকলে। তাঁর উপর কর সংক্রান্ত বোঝা। সম্প্রতি দেখা গিয়েছে পঞ্চায়েতের বিভিন্ন স্তরে নতুন করে কর চাপানো হচ্ছে। যা নিয়ে ক্ষুব্ধতা প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তাই এবার তাঁর নির্দেশের পরেই নবান্ন (Nabanna) সাফ জানিয়ে দেওয়া হল, বিনা অনুমতিতে গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ কোনও কর বা ফি সাধারণ মানুষের উপর চাপাতে পারবে না।

পঞ্চায়েতের কর নিয়ে বড় পদক্ষেপ

সম্প্রতি নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েতে কর ধার্য করা বা তার প্রয়োগ সংক্রান্ত বিষয়ে আগেই সুস্পষ্ট নির্দেশিকা জারি করেছিল রাজ‌্য সরকার। সেই অনুযায়ীই কর ধার্য করা হয়। কিন্তু বেশ কয়েকটি জেলায় এবার পঞ্চায়েত কর নিয়ে নানা গোলযোগ তৈরি হয়েছে। আর এবার সেই অভিযোগের পাহাড় জমল নবান্নে। যার দরুন এবার কর সংক্রান্ত বেশ কড়াকড়ি পদক্ষেপ নিল প্রশাসন। সম্প্রতি মুখ্যসচিব মনোজ পন্থ সাফ জানিয়ে দিয়েছেন যে ত্রিস্তরীয় পঞ্চায়েতকে কোনও কর বা ফি ধার্য করতে হলে রাজ্যের অর্থদপ্তর বা পঞ্চায়েত দপ্তর থেকে অনুমতি নিতে হবে।

কর সংক্রান্ত নয়া পোর্টাল চালু সরকারের

প্রশাসনের দেওয়া প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে মোট তিনটি স্তরে পঞ্চায়েত কর নেওয়া হয়ে থাকে। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত এই তিনটি স্তরেই গ্রাহকদের জন্য ‘ইউনিফায়েড অ্যাকাউন্টিং সফটওয়্যার’-এর সাহায্যে ‘সহজ সরল’ নামে একটি পোর্টাল চালু করা হয়েছে। সেখানে হাতে লেখা কোনো রসিদ চলবে না। যেহেতু জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত এই তিনটি স্তরেই প্রচুর পরিমাণে টাকার লেনদেন হয়। তাই এবার পোর্টালের মাধ্যমে সমস্ত কাজ করা হবে। এছাড়াও কর সংক্রান্ত বিষয়ে সরকার যা নির্দেশিকা করে দিয়েছে তা পুরোপুরি মানা হচ্ছে কি না তা নজরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিডিওদের।

আরও পড়ুন: মেয়ের জন্মদিনের আগে কলকাতার সব রাস্তা ঠিক না হলে … আল্টিমেটাম ফিরহাদ হাকিমের

গাইডলাইন নিয়ে কড়াকড়ি!

এছাড়াও সরকারের এই নয়া পোর্টালে কর সংক্রান্ত নানা তথ্যের রেকর্ড থাকার পাশাপাশি জমি, বাড়ি, স্থাবর সম্পত্তি, নদীর ঘাট, মাঠ এবং দরপত্র সংক্রান্ত কতটা অর্থের পরিমাণ জেলাস্তরে জমা পড়ছে সেই তথ্য তুলে ধরা হবে। কারণ উন্নয়নমূলক বিভিন্ন কাজের সঙ্গে সমাজ কল্যাণমূলক কাজেও অর্থ ব্যয় করতে হয় পঞ্চায়েতগুলিকে। কোনওভাবেই সরকারের নির্দেশিকা অন‌্যথা করতে পারবে না কোনও গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ। কিন্তু এরপরেও যদি কেউ সরকারি গাইডলাইন না মানে তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join