পার্থ সারথি মান্না, কলকাতাঃ বিগত কিছুদিন তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা না ঢোকা বা ভুল অ্যাকাউন্টে ঢোকা নিয়ে কম তোলপাড় হয়নি রাজ্যে। ঘটনার তদন্তে নেমে একেরপর এক চমকে দেওয়ার মত তথ্য উঠে এসেছে। তবে যেটা চমকে দেওয়ার মত সেটা হল এবার জানা যাচ্ছে শুধুই ট্যাব বা লক্ষীর ভান্ডার নয়, এবার কন্যাশ্রীর (Kanyashree) টাকাও জালিয়াতি করা হতে পারে!
তরুণের স্বপ্নের পর টার্গেট কন্যাশ্রী
হ্যাঁ ঠিকই দেখছেন, কন্যাশ্রী প্রকল্পের টাকাও হাতানোর ধান্দায় রয়েছে প্রতারকেরা। এই মর্মে ইতিমধ্যেই নারী ও শিশু কল্যাণ দফতরের তরফ থেকে জেলাশাসকদের ও জেলার সোশ্যাল ওয়েলফেয়ার ডিরেক্টরদের চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে মোট ছয়টি নির্দেশ দেওয়া হয়েছে।
জারি হল ৬ দফার নির্দেশিকা
১। সরকারের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে এতে প্রথমেই বলা হয়েছে যে সমস্ত অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তার পাসওয়ার্ড অতিসত্বর বদলে ফেলতে হবে।
২। পাসওয়ার্ড বদলে ফেলার পর অপারেটিং সিস্টেম, ব্রাউজার ও প্লাগ ইন বা ব্যবহার হওয়া সফটওয়্যার লেটেস্ট ভার্সনে আপডেট করে নেওয়ার জন্য বলা হয়েছে।
৩। সরকারি কাজের জন্য ব্যবহার হওয়া কম্পিউটারগুলোতে যদি কোনো বিপদজনক সফটওয়্যার থাকে তাহলে তা আনইনস্টল করে ফেলতে হবে।
৪। কম্পিউটারগুলোকে নিরাপদ রাখতে অ্যান্টি ভাইরাস, অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার ইনস্টল করতে হবে।
৫। কম্পিউটারগুলোকে ভাইরাস বা ম্যালওয়ারের জন্য রেগুলার স্ক্যান করতে হবে। যাতে কোনো ভাইরাস ঢুকলেই সেটা দ্রুত ধরে ফেলে ও ডিলিট করে দেওয়া যেতে পারে।
৬। যারা কাজ করেন তাদের গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড বা তথ্য ওয়েব পেজে সেভ করে রাখার থেকে নিষেধ করা হয়েছে।
ট্যাবের টাকা দুর্নীতিতে গ্রেফতার ২২ জন
রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল গুলিতে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে একাদ্বশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবের জন্য ১০,০০০ টাকা দেওয়া হয়। কিন্তু এবছর টাকা ঢোকানোর পক্রিয়া শুরু হতেই একাধিক অভিযোগ আসতে শুরু করে। পরবর্তীকালে এর তদন্ত শুরু হয়, এপর্যন্ত মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। একইসাথে যারা এখনও ট্যাবের টাকা পাইনি তাদের পুনরায় টাকা পাঠানো হবে বলে জানা গিয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |