শ্বেতা মিত্র, কলকাতা: বাংলায় বিধানসভা ভোট হতে এখনো ঢের বাকি। কিন্তু তার আগেই রাজ্যের পুলিশ ব্যবস্থায় ব্যাপক বদল ঘটাল নবান্ন। মূলত নিয়োগ প্রক্রিয়ায় আগামী দিন থেকে বদল ঘটতে চলেছে বলে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। আপনিও কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? দীর্ঘদিন ধরে রাজ্য পুলিশে চাকরি করার স্বপ্ন দেখছেন? তাহলে আবেদন করার আগে আজকের এই প্রতিবেদনটির ওপর চোখ রাখুন।
বিজ্ঞপ্তি জারি নবান্নের
এতদিন ধরে অন্য জায়গায় পুলিশ পোস্টিং বা বদলির (Police Posting Promotion) জন্য লিখিত আবেদন জমা দিতে হত পুলিশ কর্মীদের। তাতেই কাজ হয়ে যেত। তবে এবার এই ব্যবস্থাতেই বদল ঘটল। আর লিখিত আবেদন নয়, অন্য জায়গায় পুলিশ পোস্টিং বা বদলির জন্য অধিকাদিকদের অনলাইনে আবেদন করতে হবে। অর্থাৎ অফলাইনে আর কাজ হবে না। নবান্নে সূত্রে অন্তত এমনটাই জানা গিয়েছে।
এর আগে বিভিন্ন সরকারি দফতরে কর্মরত ব্যক্তিদের লিখিত আবেদনের বদলে অনলাইনে ছুটির আবেদন করার নির্দেশিকা জারি করা হয়েছিল। তবে এবার পুলিশ কর্মীদেরও একই কাজ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পুলিশ কর্মীদের জন্য নয়া নিয়ম
নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, অধিকারিকদের পিপিএমএস অ্যাপ (মোবাইল অ্যাপ) ও ই-এইচআরএমএস পোর্টাল (কম্পিউটার মাধ্যম) আবেদন করতে হবে। গত ১৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রক্রিয়া। আগামী ১১ এপ্রিল পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে বলে জানা গিয়েছে। নতুন নিয়মে বলা হয়েছে, সাব-ইনস্পেক্টর (অস্ত্রবিহীন ও অস্ত্রধারী), সহকারী সাব-ইনস্পেক্টর (অস্ত্রবিহীন ও অস্ত্রধারী), সহকারি সাব-ইনস্পেক্টর (মোটর পরিবহন), কনস্টেবল, মহিলা কনস্টেবল ও পুলিশ ড্রাইভাররা নিজেদের বদলি বা পোস্টিংয়ের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
আরও পড়ুনঃ আর অপেক্ষা নয়, বাংলার DA মামলার শুনানি নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
যদিও শারীরিক অসুস্থতার কারণে বদলির জন্য সারা বছরই আবেদন করা যাবে। সূত্রের খবর, নতুন নিয়ম কার্যকর হওয়ার পর থেকে কোনও লিখিত আবেদন গ্রহণ করা হবে না। এমনকি বিজ্ঞপ্তি বেরনোর আগে জমা দেওয়া বদলির সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |