বাংলাদেশ সীমান্তে BSF-র হাতে জমি তুলে দিল নবান্ন

Published:

Updated:

Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: সীমান্তে জমি হস্তান্তরের জট ছিল দীর্ঘদিনের। বিরোধী ও শাসকদলের বিরোধিতা এবং টানাপোড়েনের পর অবশেষে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগাতে BSF-কে জমি দেওয়ার ছাড়পত্র দিল নবান্ন (Nabanna)। ৩৫৬ একর জমি বিএসএফের হাতে হতাস্তান্তরের নির্দেশ পাওয়া মাত্রই একাধিক জমিদাতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে টাকা। সেই টাকার মূল্য এতটাই বেশি যে চোখ ছানা বড়া জমিদাতাদের।

BSF-এর হাতে জমি তুলে দিল নবান্ন

প্রাপ্ত রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, সীমান্তে কাঁটাতার লাগাতে এখনও পর্যন্ত ৬৮০ একর জমি কেনার টাকা দিয়েছে কেন্দ্র সরকার। তারমধ্যে ৩২৪ একর জমি পেয়েছে বিএসএফ। কিন্তু, বাকি ৩৬৫ একর জমি নিয়ে দেখা দিয়েছে জটিলতা। এরপর সেই জমি নিয়ে শুরু হয় কেন্দ্র-রাজ্য টানাপোড়েন। অবশেষে সেই জমি বিএসএফের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন।

ইতিমধ্যে ধানতলা থালার দত্তফুলিয়া, হাঁসখালি, কৃষ্ণগঞ্জ থানার বিজয়পুর এলাকায় একাধিক জায়গার জমি অধিগ্রহণের কাজ শুরু হয়ে গিয়েছে। এমনকি চাপড়া থেকে করিমপুর পর্যন্ত জমি অধিগ্রহণের কাজ জোরকদমে চলছে। আর এই জমির জন্য বাজারমূল্য থেকে প্রায় ৬ গুণ বেশি টাকা দেওয়া হয়েছে জমিদাতাদের।

জমির দাম পেয়ে খুব খুশি জমিদাতারা

এদিকে জমির এমন আকর্ষণীয় দাম পাওয়ায় সীমান্তের চাষিরা বেশ খুশি। তাই সেই টাকার প্রতিদানে জমি দিতে আগ্রহ দেখিয়েছেন বেশ কয়েকজন চাষি। এলাকাবাসীরও বক্তব্য, সীমান্তে কাঁটা তার যদি সর্বত্র পড়ে, তাহলে তাঁরাও নিশ্চিন্তে থাকতে পারবেন। কারণ সবথেকে বেশি চিন্তা বেড়েছিল কাঁটাতারহীন অরক্ষিত এলাকাগুলি নিয়েই। তাই সেখানে দ্রুত কাঁটাতার বসানোর কাজ করবে বিএসএফ। তৈরি হবে পোস্ট।

সীমান্ত সংলগ্ন এক এলাকাবাসী বলেন, “সীমান্তে যদি কাঁটা তার বসানো যায়, তাহলে সত্যিই অনুপ্রবেশকারীরা ঢুকতে পারবে না। এবং আমরাও অনেকটা সুরক্ষিত থাকব। কিন্তু এতদিন জমির দাম পেতাম না ঠিকঠাক। তাই খালি হাতে শর্তে চাইতাম না।”

আরও পড়ুন: ভারতের বিরোধিতা করাই কাল হল, ফ্রান্সের পর এবার লন্ডনে গিয়েও ঘাড় ধাক্কা খেলেন ইউনূস! 

এই প্রসঙ্গে ভূমি ও ভূমি সংস্কারের অতিরিক্ত জেলাশাসক প্রলয় রায় চৌধুরী বলেন, “জমি অধিগ্রহণের ক্ষেত্রে বেশ কিছু বোঝাপড়া-আপোসের ব্যাপার থাকে। তাই এত সময় লেগেছিল। কিন্তু নবান্নের নির্দেশের পর জোরকদমে কাজে লেগেছে সবাই। BSF-এর আধিকারিকরাও আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। BSF নিজেই রিভিউ করছে। আশা করছি, জমি কেনার বিষয়টা যতটা তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলতে পারব।”

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join