সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার উন্নয়নের লক্ষ্যে আরও এক ধাপ এগোল পশ্চিমবঙ্গ সরকার। মূলত রাজ্যজুড়ে নগরোন্নয়ন খাতে সাড়ে ৬০০ কোটি টাকার প্রকল্প হাতে নিতে চলেছে নবান্ন (Nabanna)। পানীয় জল সরবরাহ থেকে শুরু করে উন্নত নিকাশি ব্যবস্থা, দূষণ নিয়ন্ত্রণ সহ নানা কাজের জেরে এই ৬০০ কোটি টাকা খরচ করবে বাংলার সরকার বলে খবর। বরাদ্দ করা হবে টাকা।
৬০০ কোটি টাকা বরাদ্দ করল নবান্ন
বহু পুরসভা থেকে বর্ষার সময় থেকে নানা সমস্যার অভিযোগ করছিলেন মানুষ। যার মধ্যে রয়েছে দূষণ, নিকাশি ব্যবস্থা ভালো না হওয়া, জলের অভাব। এবার সেই সকল সমস্যাকে দূর করতেই রাজ্যের তরফে বিপুল অঙ্কের টাকা বরাদ্দ করা হল। সরকারের তরফে একবার এই কাজ শেষ হলে প্রত্যেক পুর এলাকায় বাসিন্দারাই উপকৃত হবেন বলে খবর।
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই প্রকল্পের মাধ্যমে শহর এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ পৌঁছে দেওয়ার পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণের জন্যেও একাধিক পদক্ষেপ নেওয়া হবে। একাধিক নতুন পার্ক তৈরি ও সংস্কারের কাজ ছাড়াও সবুজায়ন খাতেও একটি বিপুল অঙ্কের টাকা বরাদ্দ করা হবে বলে খবর। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর মাসের মধ্যেই এই কাজ শুরু হবে।
উপকৃত হবেন বাংলার মানুষ
সূত্রের খবর, গত সপ্তাহে অর্থ বরাদ্দের চিঠি পুর ও নগরোন্নয়ন দপ্তরের কাছে এসে পৌঁছেছে। যে কারণে বিদ্যুৎ গতিতে কাজ শুরু করতে হবে বলে জানানো হয়েছে প্রতিটি পুর প্রশাসনকে। এখন দেখার সেই কাজ কবে শুরু হয় এবং শেষ হয়।