সৌভিক মুখার্জী, কলকাতা: আদালতের সামনে দাঁড়িয়ে যাতে কোনোরকম প্রশ্নের মুখোমুখি না পড়তে হয়, তার জন্য আগেভাগেই সমস্ত কারসাজি সেরে ফেলছে নবান্ন (Nabanna)! হ্যাঁ, এবার পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত দপ্তরের আওতায় থাকা সরকারি কমিটিগুলির কাজকর্ম খতিয়ে দেখার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্যের প্রশাসন।
সূত্রের খবর, রাজ্যের সরকারি কর্মচারী এবং প্রশাসনিক দফতরের পক্ষ থেকে প্রতিটি সরকারি দপ্তরের সচিবদের গুরুত্বপূর্ণ নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, যে সমস্ত কমিটি বর্তমানে কাজ করছে, তাদের কাজের অগ্রগতি এবং সদস্যদের পরিচয় ও রিপোর্ট জমা দিতে হবে। হ্যাঁ, তাও আগামী সপ্তাহের মধ্যে।
কী কী জানতে চাওয়া হয়েছে নির্দেশিকায়?
বেশ কয়েকটি সূত্র মারফত খবর, ওই নির্দেশিকাতে বলা হয়েছে, কোন দপ্তরের আওতায় কতগুলি সরকারি কমিটি গঠিত হয়েছে, তার হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে জমা দিতে হবে। পাশাপাশি প্রতিটি কমিটির সদস্য পদে কারা বসে আছেন, তাদের পরিচয় জমা দিতে হবে। এমনকি সেই কমিটিতে কতবার বৈঠক হয়েছে, তার রিপোর্ট জমা দিতে হবে। শুধু তাই নয়, কোনও প্রতিবেদন জমা পড়েছে কিনা এবং কমিটির কাজ কতটা অগ্রসর হয়েছে, সেগুলিও বিস্তারিত জানাতে হবে।
নবান্ন সূত্রে জানা যাচ্ছে, বিগত কয়েক বছরে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে এরকম একাধিক গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হয়েছে। যেমন শিক্ষা দপ্তরে শিক্ষক নিয়োগ সংক্রান্ত কমিটি, নারী এবং শিশু সুরক্ষা কমিটি, স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কমিটি, রোড সেফটি বিষয়ক কমিটি। তবে এখানে প্রশ্ন উঠছে, এই কমিটিগুলির কার্যকারিতা আদতে কতটা? তারা নিয়মিত কাজ করছে তো? সরকার এবার সেই প্রশ্নের উত্তর খুঁজতেই প্রমাণ লোপাট করার চেষ্টা করছে।
আরও পড়ুনঃ এ মাসেই আকাশে ফুটে উঠবে ‘স্ট্রবেরি মুন’! কেন এই নাম? কবে, কোথায় দেখা যাবে? জেনে নিন
ভোটের আগে সচেতন হতে চাইছে প্রশাসন
বলে রাখি, 2026 সালে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। তার আগে আদালতের সামনে রাজ্য সরকার কোনোরকম বাঁধা-বিপত্তি রাখতে চাইছে না। তাই যতটা সম্ভব আগেভাগেই প্রস্তুতি নিতে চাইছে রাজ্য প্রশাসন। বিশ্লেষকরা মনে করছে, এই পদক্ষেপ সম্পূর্ণ আদালতের কাছে নির্ভরযোগ্য ব্যাখ্যা দেওয়ার জন্যই নেওয়া হচ্ছে।
এ বিষয়ে নবান্নের এক শীর্ষ কর্তা বলেছেন, রাজ্যের বিভিন্ন দপ্তরে একাধিক কমিটি রয়েছে। তবে কিছু কিছু কাজের জন্য এই সমস্ত কমিটি গঠন করা হয়। আর পরে কাজ শেষ হয়ে গেলে কমিটি ভেঙেও ফেলা হয়। আর এই সমস্ত কমিটির তথ্য একসঙ্গে জড়ো করে বিস্তারিত আপডেট সংগ্রহ করাই আমাদের লক্ষ্য।