শ্বেতা মিত্র, কলকাতা: ফের প্রশ্নের মুখে রেল যাত্রীদের নিরাপত্তা। নতুন করে বাংলায় এবার এমন এক ঘটনা ঘটে গেল যার জেরে আতঙ্কিত সকলে। ট্রেনে ওঠা আর কতটা যে নিরাপদ তা নিয়েও উঠছে প্রশ্ন। গতকাল মঙ্গলবারই উত্তরবঙ্গের বামনহাটায় একটি যাত্রীবাহী ট্রেনকে ধাক্কা মারে ইঞ্জিন। ঘটনায় আহত হন বেশ কিছু যাত্রী। এবার এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ট্রেন নিয়ে সমস্যায় যাত্রীরা। এবার ট্রেনে আগুন লাগল। তাও কিনা নৈহাটি লোকালে। হ্যাঁ ঠিকই শুনেছেন। ঘটনাকে ঘিরে প্রবল আতঙ্ক বিরাজ করছে রেল যাত্রীদের মধ্যে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
নৈহাটি লোকালে আগুন
জানা গিয়েছে, আজ বুধবার আগুন লাগে শিয়ালদা স্টেশনে (Sealdah Station) দাঁড়িয়ে থাকা নৈহাটি লোকালে। এদিন ভোর ৪ টে বেজে ২০ মিনিট নাগাদ শিয়ালদহ স্টেশনে দাঁড়িয়ে ছিল নৈহাটি লোকাল। মেন লাইন শাখার ৫ নম্বর প্লাটফর্মে ছিল ট্রেনটি। ঠিক সেসময় আচমকাই ট্রেনের ভিতর থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। এই ঘটনায় তাজ্জব হয়ে যান সকলে।
রেল যাত্রীরা আগুন আগুন বলে চিৎকার চ্যাচামেচি শুরু করে দেন। মুহূর্তের মধ্যে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় এশিয়ার অন্যতম ব্যস্ত রেল স্টেশন চত্ত্বরে। এদিকে খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে এসে হাজির হল রুল কর্তারা। পরবর্তীতে আগুন নিভিয়ে ট্রেনটিকে নিয়ে যাওয়া হয় কারশেডে। তারপরেই একটি বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয় সাধারণ মানুষের জন্য।
আতঙ্কে সাধারণ মানুষ
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এরকম ঘটনা কীভাবে ঘটল? জানা যাচ্ছে, ট্রেনের প্রথম কামরার উপরে প্যান্টোগ্রাফ, আর সেখানেই ওভারহেডের তার ছুঁতেই ধরে যায় আগুন। পরে অবশ্য রেলের তরফ থেকে আগুন লাগা ট্রেনটি কারশেডে পাঠিয়ে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |