হাওড়া, শিয়ালদা বাকি ডিভিশন থেকে উদ্ধার ৯৬৭ শিশু! বিরাট সাফল্য পেল পূর্ব রেল

Published on:

eastern railway howrah

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত ১০ মাস ধরে, নানহে ফরিস্তে বা Nanhe Farishte নামে প্রকল্পের মাধ্যমে দক্ষিণ-পূর্ব রেলের রেল রক্ষী বাহিনী রেল স্টেশন ও ট্রেনে তীক্ষ্ণ নজরদারি রেখেছে । যার ফলে এখনও পর্যন্ত ৭৪৩টি বাচ্চা ছেলে-মেয়েকে উদ্ধার করতে পেরেছে ভারতীয় রেল। উদ্ধার করা বাচ্চাদের মধ্যে ২২১ জনকে তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং বাকি ৫২২ জনকে তুলে দিতে পেরেছে চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার বা থানায়৷ বাচ্চাদের পাশাপাশি ৪১৪ জন কিশোর-কিশোরীকে উদ্ধার করা হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় ছিল ৪৫ জন কিশোর কিশোরী। তাদেরকে যথা সময়ে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

আমাদের সাথে যুক্ত হন Join Now

বিভিন্ন রেল ডিভিশন থেকে উদ্ধার একাধিক শিশুকে

এছাড়াও নানহে ফরিস্তে বা Nanhe Farishte নামে প্রকল্পের মাধ্যমে এই অভিযানে পথশিশু থেকে শুরু করে মানসিক ভারসাম্যহীন কিংবা বিশেষভাবে সক্ষম শিশু, অপহৃত কিংবা পাচার হয়ে যাওয়া এবং নিখোঁজ হওয়া শিশুদেরকেও উদ্ধার করা হয়। রিপোর্ট সূত্রে জন্য গিয়েছে হাওড়া ডিভিশন থেকে ৩২৯ জন বালক এবং ১৪০ জন বালিকাকে উদ্ধার করা হয়েছে। আসানসোল ডিভিশন থেকে উদ্ধার হয়েছে ১১৭ জন বালক এবং ৬৫ জন বালিকা। শিয়ালদহ ডিভিশন থেকে উদ্ধার করা হয়েছে ৫৩ জন বালক এবং ৪৪ জন বালিকাকে। মালদা ডিভিশনেও উদ্ধার করা হয়েছে একাধিক বালক এবং বালিকাকে। আর এই প্রকল্পের মাধ্যমে বিরাট সফলতা অর্জন করেছে RPF অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স।

যাত্রীদের নিরাপত্তার খাতিরে এবং ভারতীয় রেল রক্ষার্থে একাধিক ক্রাইম সম্পন্ন ঘটনা খর্ব করা হয়েছে। এখনও পর্যন্ত ১৯ জন পাচারকারীকে তারা গ্রেফতার করতে পেরেছেন। অন্যদিকে গাঁজা-সহ নিষিদ্ধ মাদক পাচারের ঘটনায় ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে ৷ উদ্ধার করা হয়েছে ২৭ লক্ষ টাকার গাঁজা, প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের সোনা এবং আরও অনেক কিছু। আশা করা যাচ্ছে এই নানহে ফরিস্তে বা Nanhe Farishte প্রকল্প ভবিষ্যৎ এ এক সফল প্রকল্প হিসেবে বিবেচিত হবে।

Whatsapp Broadcast Join Now

কী বলছেন সিকিউরিটি কমিশনার?

এই প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের চিফ সিকিউরিটি কমিশনার ডি বি কাসর জানিয়েছেন, ‘‘রেল চত্বরকে সম্পূর্ণ নিরাপদ এবং বিপদমুক্ত রাখার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার কথা মাথা রেখে একের পর এক উদ্যোগ না চলেছে ভারতীয় রেল। আধুনিক সমস্ত ব্যবস্থাই নিরাপত্তার জন্যে রাখা হয়েছে৷ এমনকি সিসিটিভির সংখ্যা বাড়ানো হয়েছে। ইউভিআইএস দিয়ে গাড়ি পরীক্ষা করা হয়৷ এ ছাড়া মহিলা আরপিএফ যারা রয়েছেন তাঁরা স্টেশনের পাশাপাশি মহিলা কামরাতেও যাতে বিশেষ নজর রাখেন তার ব্যবস্থা নিয়ে আসা হচ্ছে।’’

সঙ্গে থাকুন ➥
X