বিক্রম ব্যানার্জী, কলকাতা: আইন ভেঙে তৈরি হয়েছিল দিঘার অন্যতম আকর্ষণ ঢেউ সাগর (Digha Dheusagar Park) অ্যামিউজমেন্ট পার্ক! আদালতের নির্দেশে এবার সেই পার্কই ভাঙা পড়বে। সম্প্রতি, জাতীয় পরিবেশ আদালতের পূর্বাঞ্চলীয় বেঞ্চ দিঘার অন্যতম আকর্ষণ ঢেউ সাগর ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। আদালতের তরফে জানানো হয়েছে, এই পার্ক একেবারেই আইন মেনে তৈরি হয়নি। মূলত উপকূলীয় নিয়ন্ত্রণ এলাকা আইন ভঙ্গ করে পার্কটি তৈরি করা হয়েছিল।
ভাঙা পড়বে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ঢেউ সাগর
বেশ কয়েকটি সূত্র মারফত খবর, পরিবেশ আদালতের নির্দেশে উপকূলীয় নিয়ন্ত্রণ এলাকা আইন ভঙ্গের কারণেই মন্দারমনির শতাধিক হোটেল ভেঙে ফেলার নির্দেশ জারি করেছিল আদালত। এবার সেই সমগোত্রীয় কারণকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প তথা দিঘার শ্রেষ্ঠ নিদর্শন ঢেউসাগর ভেঙে ফেলার নির্দেশ দিল আদালত। সূত্র বলছে, বেসরকারি নির্মাণ ভেঙে ফেলার নিদর্শন থাকলেও সরাসরি সরকারি নির্মাণ ভেঙে ফেলার সেরকম কোনও দৃষ্টান্ত নেই। তবে এনজিটির কড়া নির্দেশে এবার একপ্রকার চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে রাজ্য।
আদালতের রায়কে চ্যালেঞ্জ করবে রাজ্য?
বেশ কিছু সংবাদ মাধ্যমের পাতায় উল্লেখ করা হয়েছে, এনজিটি বা পরিবেশ আদালত দিঘার ঢেউ সাগর ভেঙে এলাকাটিকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার নির্দেশের সাথে সুপ্রিম কোর্টের 3টি নির্দেশ উল্লেখ করে। জানা যায়, সেই 3 ক্ষেত্রেই সরকারি বা বেসরকারি নির্মাণের জন্য স্থানীয় পঞ্চায়েত এবং পৌর কর্তৃপক্ষ উপকূলীয় নিয়ন্ত্রণ এলাকা আইন ভেঙে নির্মাণের অনুমতি দিয়েছিল।
জানা যাচ্ছে, রাজ্য সরকারের নজরে থাকা সত্ত্বেও উপকূলীয় নিয়ন্ত্রণ এলাকা আইন ভেঙে তৈরি ঢেউ সাগর প্রকল্পটি ভেঙে আগামী 3 মাসের মধ্যে পুনরায় এলাকাটিকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার নির্দেশ দিয়েছে পরিবেশ আদালত। তবে ওয়াকিবহাল মহল থেকে শুরু করে প্রশাসনিক সূত্র বলছে, পরিবেশ আদালতের এই নির্দেশ এখনই কার্যকর হবে না। কেননা, মনে করা হচ্ছে পরিবেশ আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে আপিল করতে পারে রাজ্য।
প্রসঙ্গত, 2019 সালের ডিসেম্বরে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট উপলক্ষে দিঘার থিম পার্কের পরিকল্পনা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ওই সময় দীঘা থেকে বেশ খানিকটা দূরে যাত্রানালয় একটা সময় ভাগাড় ছিল। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে 2019 সালে নতুন প্রকল্পের হাত ধরে যাত্রানালয়ের নাম বদলে রাখা হয় ঢেউ সাগর। কথা ছিল, যত দ্রুত সম্ভব মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প তথা থিম পার্ক ঢেউসাগর গড়ে তোলার।
অবশ্যই পড়ুন: পথ দুর্ঘটনার রাশ টানতে কলকাতায় গাড়ির গতি বেঁধে দিল লালবাজার! নিয়ম ভাঙলেই বিপদ
তবে মাঝে করোনা মহামারি বিরাট রূপ ধারণ করায় সেই কাজ থিতিয়ে যায়। যদিও পরবর্তীতে করোনা বিধি শিথিল হওয়ায় ফের কাজ শুরু হয় ঢেউ সাগরের। বর্তমানে দিঘার অন্যতম আকর্ষণ তথা পর্যটকদের প্রিয় ঢেউ সাগরে বিভিন্ন রাইড থেকে শুরু করে একাধিক বাড়তি সুবিধা রাখা হয়েছে। বলা বাহুল্য, বর্তমানে দীঘার পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু এই ঢেউসাগর পরিবেশ বিধি ভেঙে তৈরি করা হয়েছে। এমন অভিযোগেই এনজিটি-তে মামলা দায়ের করেছিলেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত। এবার সেই মামলার রায় দিল পরিবেশ আদালত।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |