শ্বেতা মিত্র, শিলিগুড়িঃ আর সিলিন্ডার নয়, এবার পাইপলাইনে করে সকলের ঘরে ঘরে পৌঁছে যাবে প্রাকৃতিক গ্যাস (Piped Natural Gas)। হ্যাঁ ঠিকই শুনেছেন। আর এই কাজের জন্য খরচ হবে কয়েকশো কোটি টাকা। বিশেষ করে আপনিও যদি বাংলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে তো চিন্তার কিছুই নেই। কারণ আপনার ঘরেও এবার পাইপলাইনের মধ্যে দিয়ে এই গ্যাস পৌঁছে দেবে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সহ অন্য সংস্থা। এই নিয়ে মেয়র একটি গুরুত্বপূর্ণ বৈঠকও সেরে ফেলেছেন বলে খবর।
পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি যাবে গ্যাস
রাষ্ট্রায়ত্ত প্রাকৃতিক গ্যাস ট্রান্সমিশন সংস্থা গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (GAIL) শিলিগুড়ির ৪৭ কিলোমিটার জুড়ে একটি পাইলট প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে শনিবার GAIL -এর কর্মকর্তারা মেয়র গৌতম দেব এবং শিলিগুড়ি পৌর কর্পোরেশনের কমিশনার সহ অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে দেখা করে বাণিজ্যিক ও গার্হস্থ্য উভয় উদ্দেশ্যে প্রাকৃতিক গ্যাস পাঠানোর জন্য জন্য মাইক্রো-পাইপলাইন স্থাপনের অনুমতি চেয়েছিলেন।
বড় আশ্বাস মেয়রের
এদিকে কাউকে নিরাশ করেননি মেয়র গৌতম দেব। তিনি এই প্রকল্পের নীতিগত অনুমোদন দিয়েছেন, যার ফলে শিলিগুড়িবাসী এই উদ্যোগ থেকে উপকৃত হতে পারবেন।সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মেয়র বলেন যে, ‘রাজ্য সরকার এবং পূর্ত বিভাগ (PWD) কলকাতায় গেইলের জন্য প্রাকৃতিক গ্যাস ট্রান্সমিশন সিস্টেম বাস্তবায়নের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (SOP) প্রস্তুত করেছে।’ তিনি আরও বলেন, ‘পাইলট প্রকল্প বাস্তবায়নে আমরা একই এসওপি অনুসরণ করব।’
গৌতম দেব আরও উল্লেখ করেন যে তিনি মেয়র-ইন-কাউন্সিলের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং গেইলের প্রস্তাবগুলির ভিত্তিতে একটি রেজোলিউশন গ্রহণের জন্য বোর্ড সভায় এটি উপস্থাপন করবেন। মেয়র জানান, শিলিগুড়িতে ১২০০ কিলোমিটার প্রকল্পের জন্য ইতিমধ্যেই সমীক্ষা চালিয়েছে GAIL। এর মধ্যে নগরীতে প্রাথমিকভাবে বাস্তবায়নের জন্য ৪৭ কিলোমিটার পাইলট প্রকল্প চূড়ান্ত করা হয়েছে।