২৭ জুনের মধ্যে DA না মেটালেই…! চরম হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের

Published on:

WB DA Issue

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে বকেয়া ডিএ (WB DA Issue) নিয়ে ফের হাওয়া গরম! হ্যাঁ, রাজ্য সরকারের বিরুদ্ধে এবার অসন্তোষ আরো একধাপ এগিয়ে গেল সংগ্রামী যৌথ মঞ্চে। সুপ্রিম কোর্টের রায়ের পরেও নির্ধারিত সময়ের মধ্যে যদি বকেয়া ডিএ না মেটানো হয়, তাহলে আন্দোলনের ডামাডোল আরও জোরদার হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিল মঞ্চের নেতারা। 

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়

প্রসঙ্গত জানিয়ে রাখি, গত 16 মে, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে 2009 থেকে 2019 সাল পর্যন্ত সমস্ত বকেয়া ডিএ’র অন্তত 25 শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। তাও আগামী ছয় সপ্তাহের মধ্যে। আর এর ফলে উপকৃত হতো প্রায় 10 লক্ষ কর্মচারী। তবে সেই সঙ্গে রাজ্যের উপর 11 হাজার কোটি টাকার বাড়তি চাপও পড়তো। আর এই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছিল 2025 সালের আগস্ট মাসে। 

বর্তমানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে ডিএ’র ফারাক 37 শতাংশ। যেখানে কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা 55% হারে ডিএ পাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা মাত্র 18% হারে। দীর্ঘদিন ধরে এই বৈষম্য নিয়ে ক্ষোভ জানাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীরা। এমনকি সংগ্রামী যৌথ মঞ্চ একাধিকবার আন্দোলন করেছে, আদালতে মামলাও দায়ের করেছে। তবে লাভের লাভ কিছু হয়নি।

আরও পড়ুনঃ লাভই লাভ, গ্রাহকদের বিরাট সুখবর দিল PNB

সংগ্রামী যৌথ মঞ্চ থেকে হুঁশিয়ারি

সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে এদিন সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। হ্যাঁ, তিনি বলেছেন, আমরা 27 জুন পর্যন্ত অপেক্ষা করব। যদি এই সময় সীমার মধ্যে আদালতের নির্দেশ না মানা হয়, তাহলে আন্দোলনে নামবো। এমনকি প্রয়োজনে নবান্ন অভিযানের পথেও হাঁটবো। 

তিনি এও বলেছেন যে, সমস্ত সিদ্ধান্ত যেহেতু নবান্ন থেকে নেওয়া হচ্ছে, তাই বিক্ষোভের কেন্দ্রবিন্দু নবান্নতেই হবে। পাশাপাশি কর্মচারীদের বদলি নীতির স্বচ্ছতা নিয়ে দাবি তুলেছে সংগ্রামী যৌথ মঞ্চ, যাতে আন্দোলনের কারণে কেউ সমস্যার সম্মুখীন না হয়। আর এই মুহূর্তে প্রত্যেকের ভবিষ্যৎ নির্ভর করছে মামলার পরবর্তী শুনানি, অর্থাৎ আগস্ট মাসের উপর।

সঙ্গে থাকুন ➥