এক বছরে হুগলি থেকে নিখোঁজ ৮০০ মেয়ে! তথ্য আসতেই বড় সিদ্ধান্ত জাতীয় মহিলা কমিশনের

Published on:

Hoogly

প্রীতি পোদ্দার, কলকাতা: খবরের কাগজ খুললেই নাবালিকা নিখোঁজের ঘটনা দেখা যায়। সবচেয়ে বেশি হুগলি জেলায় (Hooghly) এই খবর বেশি উঠে আসছে। সেখানে কোথাও আঠারোর বছরের কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে নাবালিকাদের। কোথাও আবার নাবালিকা নিখোঁজ হয়ে যাচ্ছে। যার ফলে এবার কঠোরতম সিদ্ধান্ত নিল জাতীয় মহিলা কমিশন বা NCW।

বৈঠকের আয়োজন

গত কয়েক মাসে হুগলি জেলায় শতাধিক নাবালিকার নিখোঁজের ঘটনা যেমন উঠে এসেছে খবরের শিরোনামে। ঠিক তেমনই স্কুলপড়ুয়া কিশোরীদের বাল্যবিবাহের ঘটনা বেড়ে চলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মহিলা কমিশন। তাই এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনিক উদ্যোগ নিতে আজ হুগলির চুঁচুড়ায় সার্কিট হাউজে হুগলি জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে বৈঠক করেন জাতীয় মহিলা কমিশন। এই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার, হুগলির অতিরিক্ত জেলাশাসক (ডেভেলপমেন্ট), হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার-সহ অন্য প্রশাসনিক আধিকারিকরা।

কী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত?

বৈঠকে শেষে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার জানান, হুগলি জেলায় বিশেষ করে গ্রামীণ অঞ্চলে নাবালিকাদের নিখোঁজ হওয়ার সংখ্যা ক্রমশ বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সমীক্ষা করে দেখা গিয়েছে মূলত মোবাইল ব্যবহারের কারণে নাবালিকাদের নিখোঁজ হওয়ার প্রবণতা বাড়ছে। এই অবস্থায় তাই অভিভাবকদের আরও কঠোর হওয়ার প্রয়োজন রয়েছে। সন্তানরা ফোনে কী ব্যবহার করছে, সেই দিকে নজর রাখা দরকার। পাশাপাশি বাল্যবিবাহের ক্ষেত্রে অভিভাবকদেরও আইনের আওতায় আনতে হবে। মূলত আরামবাগ মহকুমায় স্কুলপড়ুয়া মেয়েদের বাল্যবিবাহের প্রবণতা বেড়েছে। সেই বিষয়ে নজর রাখতে হবে।

আরও পড়ুনঃ শুরুতেই বেতন ৫৬,১০০! পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রচুর শূন্যপদে নিয়োগ

এছাড়াও এদিন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার বলেন, গত এক বছরে হুগলি জেলায় ৮০০-র বেশি নাবালিকা নিখোঁজ হয়েছে। যা অত্যন্ত চিন্তার বিষয়। তবে তিনি পুলিশের কাজকেও বেশ প্রশংসার চোখে দেখেছেন। তিনি বলেন, পুলিশ অনেক নাবালিকাকে উদ্ধার করেছে। কিন্তু এখনও ২০ থেকে ২৫ শতাংশ উদ্ধার হতে বাকি আছে। তাই এই ঘটনা প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ করার আহ্বান জানান তিনি।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥