Indiahood-nabobarsho

উপকৃত হবে ৭ জেলার মানুষ, তৈরি দামোদরের উপর নয়া ‘শিল্প সেতু’র নকশা, কবে থেকে শুরু কাজ?

Updated on:

new 4 lane bridge shilpa setu will be built over damodar river

পার্থ সারথি মান্না, কলকাতাঃ নতুন মাস শুরুর আগেই সুখবর এল রাজ্যবাসীর জন্য। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে দামোদর নদীর উপর তৈরি হতে চলছে শিল্পসেতু। কারণ বর্তমানে যে কৃষক সেতু রয়েছে তার বয়স ইতিমধ্যেই ৫০ ছুঁই ছুঁই। আর যতদিন যাচ্ছে ততই সেতুর অবস্থা আরও বেহাল হচ্ছে। তাই রাজ্যের তরফ থেকে কৃষক সেতুর পাশেই নয়া শিল্প সেতু তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার যান যাচ্ছে তার নকশা তৈরি হয়ে গিয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দামোদরের উপর তৈরী হবে নতুন ‘শিল্প সেতু’

যেমনটা জানা যাচ্ছে, লম্বায় ৬৪০ মিটার এই সেতুতে মোট চারটি লেন থাকবে। এক্সট্রা ডোজ কেবল স্টেড এই ব্রিজ তৈরির জন্য আনুমানিক ৩৪৮ কোটি টাকা খরচ হতে পারে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই নতুন ব্রিজের নকশা প্রকাশ্যে এসেছে। যেখানে রাতের বেলায় কিভাবে সেতুটিকে সাজিয়ে তোলা হবে সেটাও আন্দাজ করা হয়েছে। দ্বিতীয় হুগলি সেতুর আতলেই তৈরী করা হবে এই সেতুটি এমনটাই খবর মিলেছে।

উপকৃত হবেন ৭ জেলার মানুষ

নতুন ব্রিজ তৈরি হলে একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে তেমনি ব্যবসায়িক বৃদ্ধিও হবে বলে মনে করা হচ্ছে। তৈরি হওয়ার পর হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের মানুষেরা উপকৃত হবেন। কারণ বর্ধমানের সদরঘাটের কৃষক সেতু বর্তমানে ভার বহনে অক্ষম। এদিকে মেরামতির জন্য আংশিকভাবে ব্রিজ বন্ধ রাখার ফলে যাতায়াতে বেশ সমস্যা হয়। সেখানে নতুন ব্রিজ তৈরী হলে অনেকটাই সুবিধা হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মুখ্যমন্ত্রীই নামকরণ করেন ‘শিল্প সেতু’

সেতুর নকশা তৈরির খবর ২০২৫ এ প্রকাশ্যে এলেও এর ঘোষণা হয়েছিল প্রায় ১.৫ বছর আগেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন কৃষক সেতুর পাশেই নতুন সেতু বানানো হবে। সেই সময়েই ব্রিজের ‘শিল্প সেতু’ নামকরণও করা হয়। ইতিমধ্যেই ব্রিজের কাজ শুরুর জন্য দরপত্র ডাকা হয়েছে। সেই কাজ শেষ হলেই কাজ চালু হয়ে  যাবে।

আরও পড়ুনঃ মধ্যবিত্ত থেকে কৃষক, DA থেকে আবাস! এবারের বাজেটে ১০টি উপহার দিতে পারে কেন্দ্র

প্রসঙ্গত, ৪৬ বছর আগে দুই লেনের কৃষক সেতু তৈরি হওয়ার পর বর্ধমান শহরের ব্যাপক উন্নতি হয়েছে। এরপর অনেক কিছুই ঘটেছে, জিটি রোড চার লেন করা হয়েছে। টাউন সার্ভিস ছাড়া অন্যান্য বাসও বন্ধ হয়েগিয়েছে। এর ফলে শহরের ব্যবসাতেও ব্যাপক প্রভাব পড়েছে। তবে নতুন ব্রিজ তৈরি হয়ে গেলে বর্ধমান ও দক্ষিণ দামোদরের পাশের শহরগুলিতে যোগাযোগ উন্নত হলে ব্যবসায়িক কাজ বাড়বেও বর্ধমান সংলগ্ন এলাকার ব্যাপক উন্নতি হবে বলেই আশা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group