প্রীতি পোদ্দার, কলকাতা: সড়ক পরিবহন ব্যবস্থা আরও মসৃন করতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে চলেছে সরকার। আর তার সঙ্গেই এবার পাল্লা দিয়ে এগিয়ে চলেছে বিমান পরিবহন ব্যবস্থা (Kolkata Airport)। যাত্রীদের নিরাপত্তা এবং সুপরিবহন ব্যবস্থাই হয়ে উঠেছে মূল লক্ষ্য। আর তাই সেই উদ্দেশ্যকে মাথায় রেখে অত্যাধুনিক ভাবে সেজে উঠছে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের এটিসি অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোল। বসানো হল নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ার। যার ট্রায়াল পর্বের কাজ আজ থেকেই শুরু হল।
এটিসি টাওয়ার নিয়ে নয়া উদ্যোগ
বিমান পরিবহন ব্যবস্থায় এয়ার ট্র্যাফিক কন্ট্রোল বা এটিসি-র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সুষ্ঠুভাবে বিমান চলাচলের জন্য এবং রানওয়েতে বিমান ওঠানামা ও পরবর্তী গন্তব্যে বিমানের অবতরণ পর্যন্ত পাইলটরা সবসময় এটিসি-র অফিসারদের সঙ্গে যোগাযোগ রাখেন। আকাশ পথে কোনো সমস্যা দেখা দিলে রেডারের মাধ্যমে স্ক্রিনে ফুটে ওঠা চিহ্ন দেখে বিমানে বসে থাকা পাইলটদের মেসেজ পাঠান এটিসির দায়িত্বে থাকা আধিকারিকেরা। অর্থাৎ এককথায় বলা যায় বিমান পরিষেবায় এটিসি-র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাই সেই ব্যবস্থাকে আরও উন্নত করতে বড় উদ্যোগ নিল কলকাতা বিমানবন্দর।
২ ঘণ্টা ধরে চলবে ট্রায়াল পর্ব
বিমানবন্দর সংস্থা সূত্রে জানা গিয়েছে আজ অর্থাৎ সোমবার থেকে এটিসির নয়া টাওয়ারের ট্রায়াল শুরু হবে। আগামী তিন মাস ধরে চলবে ট্রায়াল। প্রতি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দুপুর ২টো থেকে বিকেল ৪ টের মধ্যে ২ ঘণ্টা ধরে লাইভ ট্রায়াল চালানো হবে। বিমানবন্দরে আসা এবং ছেড়ে যাওয়া বিমানগুলির সঙ্গে যোগাযোগ করবে। এছাড়া, বিমানগুলির অবতরণ এবং উড়ান তদারকি করবে। বর্তমানে বিমানবন্দরে যে এটিসি টাওয়ার রয়েছে সেটি ট্রায়ালের সময় ‘হট স্ট্যান্ডবাই’-তে রাখা হবে। এবং সেটির সঙ্গে সমান্তরালভাবে কাজ করবে এই নতুন এটিসি।
আরও পড়ুনঃ UPI থেকে LPG, কর সোনার দাম! ১লা এপ্রিল থেকে বদলে যাচ্ছে এই ৭ আর্থিক নিয়ম
এই প্রসঙ্গে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন যে নতুন এটিসি পুরোদমে চালু করতে এখনও আরও ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে। তাই এতটা সময় হাতে থাকায় তাই প্রতিদিন ২ ঘণ্টা ট্রায়ালের মাধ্যমে আপাতত সেটি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন টাওয়ারের অপারেশনাল কন্ট্রোল এরিয়া হবে ২,৪৭৫ বর্গফুট, যা পুরনো টাওয়ারের থেকে প্রায় দ্বিগুণ। এবং এই নতুন টাওয়ারটি কার্যকর হওয়ার সময় প্রায় আটজন সেখানে দায়িত্ব পালন করবেন। যোগাযোগ, নেভিগেশন এবং নজরদারি শাখার টেকনিশিয়ানরা এটি পরিচালনা করবেন। এছাড়াও নিরাপত্তার দায়িত্বে থাকবে সিআইএসএফ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |