নয়া প্ল্যাটফর্ম থেকে ফ্লাইওভার, নবরূপে সেজে উঠছে শালিমার স্টেশন

Published:

shalimar railway station
Follow

সহেলি মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই নববধূর সাজে সেজে উঠছে দক্ষিণ পূর্ব রেলের আওতায় থাকা শালিমার স্টেশন (Shalimar railway station)। এমনিতেই হাওড়া স্টেশনের উপর চাপ কমাতে সাঁতরাগাছি স্টেশনকে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। অপরদিকে এবার এই তালিকায় নাম যোগ করেছে শালিমার স্টেশন। সাধারণ রেলযাত্রীদের ভ্রমণকে আরও সুন্দর, সুরক্ষিত এবং আরামদায়ক করে তুলতে রেলের তরফে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনিও কি শালিমার স্টেশনের উপর দিয়ে রোজ যাতায়াত করেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনারও জন্য।

সেজে উঠছে শালিমার স্টেশন

জানা গিয়েছে, যাত্রীদের সুবিধার্থে শালিমার স্টেশনে দুটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে এবং যোগাযোগ উন্নত করার জন্য একটি ফ্লাইওভার তৈরি করা হচ্ছে। হাওড়ার অন্যতম এই গুরুত্বপূর্ণ রেলস্টেশনে এই কাজ শীঘ্রই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। ২৩শে অক্টোবর থেকে কাজ শুরু হয়েছে। আগামী ২৪শে নভেম্বর পর্যন্ত শালিমার স্টেশন ইয়ার্ডে কাজ করা হবে বলে খবর।

উৎসবের মরশুমে যাত্রীদের নিরাপত্তার দিকে বেশি নজর দিচ্ছে ভারতীয় রেল৷ সেই কারণেই শালিমার স্টেশনকে আরও আধুনিক করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ গত বুধবার দক্ষিণ পূর্ব রেলের তরফে এই তথ্য দেওয়া হয়েছে৷ সেদিন শালিমার স্টেশনে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিল দক্ষিণ পূর্ব রেল৷ সেখানেই একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয় রেলের তরফে।

বাতিল থাকবে বহু ট্রেন

রেল সূত্রে খবর, এই সময়ের মধ্যে, রেল প্রশাসন শালিমার স্টেশন ইয়ার্ডের পুনর্নির্মাণের কাজ করবে। এই কারণে, দক্ষিণ-পূর্ব রেলওয়ে চক্রধরপুর রেলওয়ে বিভাগের মধ্য দিয়ে যাওয়া ১০টি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে। ৬টি এক্সপ্রেস ট্রেন স্বল্প ক্ষণস্থায়ী এবং স্বল্প যাত্রাপথে চলাচল করবে। দক্ষিণ-পূর্ব রেলওয়ের ডেপুটি চিফ অপারেশনস ম্যানেজার শ্রীনিবাস সামন্ত এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। ট্রেন বাতিলের ফলে যাত্রীরা ব্যাপক অসুবিধার মুখে যে পড়বেন সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। নিশ্চয়ই ভাবছেন কোন কোন ট্রেন বাতিল থাকবে?

আরও পড়ুনঃ ছট পুজোয় বড় সিদ্ধান্ত পূর্ব রেলের, হাওড়া স্টেশনের ওল্ড ক্যাব রোডে বন্ধ যান চলাচল

  • ট্রেন নং ২২৮৩০ শালিমার – ভূজ সুপারফাস্ট এক্সপ্রেস ৮ ও ১৫ নভেম্বর।
  • ট্রেন নম্বর ২২৮২৯ ভুজ – শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস ১১ এবং ১৮ নভেম্বর।
  • ট্রেন নম্বর ১৫০২২ গোরখপুর – শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস ১০ এবং ১৭ নভেম্বর।
  • ট্রেন নং ১৫০২১ শালিমার – গোরক্ষপুর সাপ্তাহিক এক্সপ্রেস ১১ এবং ১৮ নভেম্বর।
  • ট্রেন নং ১৮০২৯ মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস – শালিমার কুরলা এক্সপ্রেস ১১ থেকে ১৯ নভেম্বর।
  • ট্রেন নং ১৮০৩০ শালিমার – মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস কুরলা এক্সপ্রেস ১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত।
  • ট্রেন নম্বর ১২১৫১ মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস – শালিমার সমরাস্তা এক্সপ্রেস ১২, ১৩ এবং ১৯ নভেম্বর।
  • ট্রেন নং ১২১৫২ শালিমার – মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস সমরাস্তা এক্সপ্রেস ১৪, ১৫ এবং ২১ নভেম্বর।
    ট্রেন নং ২০৯৭১ উদয়পুর শহর – শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস ১৫ নভেম্বর বাতিল থাকবে।
  • ট্রেন নং ২০৯৭২ শালিমার – উদয়পুর সিটি সুপারফাস্ট এক্সপ্রেস ১৬ নভেম্বর বাতিল থাকবে।
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join