সহেলি মিত্র, কলকাতাঃ নিত্য মেট্রো যাত্রীদের জন্য রইল দারুণ এক সুখবর। সল্টলেক সেক্টর ফাইভের মতো ব্যস্ত ও জনবহুল রাস্তায় বিশেষ করে আর মেট্রো যাত্রীদের যাতে আর অসুবিধা না হয় সেজন্য একটি ব্রিজের উদ্বোধন হল। জানা গিয়েছে, সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশন অর্থাৎ গ্রিন লাইনে একটি নতুন ফুট ওভার ব্রিজ (Sector V Foot Over Bridge) খোলা হয়েছে।
নতুন ফুটওভার ব্রিজ পেল সেক্টর ৫
নতুন উদ্বোধন হওয়া এই ব্রিজটি একাধারে যেমন আইটি হাবে সরাসরি প্রবেশাধিকার দেবে, ঠিক তেমনই যাত্রী চলাচল উন্নত করবে। সোমবার থেকে চালু হওয়া এই সেতুটি ৪ নম্বর গেটের মাধ্যমে স্টেশনটিকে সেক্টর ফাইভের আইটি হাবের সঙ্গে সংযুক্ত করে। এর ফলে যাত্রীরা স্টেশনের বাইরের ব্যস্ত রাস্তা পার না হয়ে সরাসরি নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারবেন।
আরও পড়ুনঃ SSC-কে ফের দাগিদের তালিকা প্রকাশ করার নির্দেশ সুপ্রিম কোর্টের
এই বিষয়ে মেট্রো রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন এই সুবিধাটি স্টেশনে যানজট কমাতে সাহায্য করবে, বিশেষ করে ব্যস্ত অফিস সময়ের সময়, ভ্রমণের সময় কমাবে এবং যাত্রীদের নিরাপত্তা ও প্রবেশাধিকার বৃদ্ধি করবে। তারা আরও বলেন যে নতুন কাঠামোটি বিশেষ করে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এবং কাছাকাছি প্রতিষ্ঠানে নিযুক্ত অফিসগামী ব্যক্তিদের জন্য উপকারী হবে।
কতটা বড় ফুটব্রিজ?
প্রায় ৫৫ মিটার দৈর্ঘ্য এবং ৪ মিটার প্রস্থ বিশিষ্ট এই এফওবি গ্রিন লাইনের সল্টলেক সেক্টর ফাইভ স্টেশনকে আসন্ন আইটি সেন্টার স্টেশনের অরেঞ্জ লাইনের সঙ্গে সংযুক্ত করবে, যা বর্তমানে কবি সুভাষ (নিউ গড়িয়া) এবং বেলেঘাটার মধ্যে কাজ করে। আগামী দিনে আইটি সেন্টার স্টেশনটি চালু হয়ে গেলে, সেতুটি দুটি করিডোরের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করবে, যা যাত্রীদের জন্য নির্বিঘ্নে যোগাযোগের সুযোগ করে দেবে। যাইহোক, নতুন তৈরি হওয়া এই ফুটব্রিজটির দরুণ লাভবান হবেন বহু মানুষ।