শ্বেতা মিত্র, কলকাতা: কুয়াশা কিংবা খারাপ আবহাওয়ার কারণে হওয়া সমস্যার হাত থেকে কিছুটা রেহাই পেতে চলেছেন যাত্রীরা। ঘন কুয়াশা কিংবা আকাশে ঘন মেঘ থাকলেও এবার থেকে আগাম সজাগ হওয়ার সুযোগ পেয়ে যাবেন। কারণ কলকাতা এয়ারপোর্টে (Kolkata Airport) বসানো হয়েছে নতুন যন্ত্র। আধুনিক এই যন্ত্র ইতিমধ্যে কাজ করা শুরুও করে দিয়েছে বলে জানা গিয়েছে।
বসছে নতুন যন্ত্র
আসলে কুয়াশার কারণে বিমান ওঠানামার ক্ষেত্রে মাঝেমধ্যে সমস্যা হয়। তাছাড়া আবহাওয়ার মতিগতির ওপর বিমান পরিষেবা অনেকটা নির্ভর করে। আবহাওয়া কতটা ভাল থাকবে কিংবা কতটা খারাপ, সেটা দ্রুততার সঙ্গে অনেক সময় নির্ণয় করা সম্ভব হয় না। আবহাওয়ার হালহকিকত যাতে দ্রুত এবং আরো নির্ভুলভাবে জানা যায়, সে জন্য কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হয়েছে ৬ টি অত্যাধুনিক যন্ত্র। দু’টি রানওয়ের পাশে এই ছয়টি যন্ত্র বসানো হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ গ্রুপ B-র ম্যাচ ভেস্তে যেতেই বদলে গেল সমীকরণ, সেমিফাইনালে কার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া?
এই যন্ত্র বসানোর ফলে যাত্রীরা কিংবা বিমানবন্দর কর্তৃপক্ষ কীভাবে লাভবান হবেন?
অটোমেটেড ওয়েদার অবজারভিং সিস্টেম বসানো হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে। এই যন্ত্রের ফলে খারাপ আবহাওয়া থাকলে নিরাপদে বিমান ওঠানামা করানো যাবে বলে আশা করা হচ্ছে। খবরে প্রকাশ, বাতাসের তাপমাত্রা, বাতাসের গতি, আপেক্ষিক আদ্রর্তা, রানওয়ের দৃশ্যমান্যতা এমনকি মেঘের উচ্চতা সহ যাবতীয় পরিমাপ এর তথ্য দিতে পারবে এই ছয়টি যন্ত্র। যার ফলে সুবিধা পাবেন বিমানবন্দর কর্তৃপক্ষ। কোনো কারণে বিমান নির্ধারিত সময় থেকে পিছিয়ে থাকলে, সেটাও যাত্রীদের তারা জানিয়ে দিতে পারবেন। প্রতি আধ ঘন্টা অন্তর রিয়েল টাইম ডেটা ফিড মিলবে এই যন্ত্র থেকে।