Indiahood-nabobarsho

শিয়ালদা হয়ে উত্তরবঙ্গ যাওয়ার নতুন ট্রেন, NJP থেকে ছাড়বে রাতে, কবে শুরু?

Published on:

sealdah njp train

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বাঙালির ভ্রমণের কথা উঠলেই যে জায়গাগুলোর নাম সবার আগে উঠে আসে তার মধ্যে অন্যতম হল দীঘা, পুরী দার্জিলিং। যারা পাহাড় ভালোবাসেন তাঁরা ছুটি পেলেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেন। তাই সারা বছরই দার্জিলিং, জলপাইগুড়ি থেকে সিকিমে পর্যটকের ভিড় থাকে চোখে পড়ার মত। কিছু কিছু সময় এমন হয় যে ট্রেনের টিকিট পাওয়া বেশ মুশকিল হয়ে যায়। তবে এবার আর চিন্তা নেই, রাতের দিকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে চালু হচ্ছে নতুন ট্রেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

চালু হচ্ছে নিউ জলপাইগুড়ি যাওয়ার নতুন ট্রেন

আসলে কিছু দিন আগেই রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখেছিলেন। চিঠিতে জানানো হয়েছিল, প্রায় ২৪ ঘন্টায় নিউ জলপাইগুড়ি জংশন জমজমাট থাকে। কিন্ত মুশকিল হল রাত বাড়লেই যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাত্রি ৮টা বাজলেই আর কোনো ট্রেন থাকে না। একই অবস্থা বাস সার্ভিসেরও। তাই রাতের দিকে যদি প্রয়োজন হলেও কেউ কলকাতা বা শিয়ালদহ ফিরতে পারেন না।

আজ শনিবার রেলমন্ত্রকের তরফ থেকে এই প্রস্তাবের জবাব দেওয়া হয়েছে। জানা যাচ্ছে গোটা বিষয়টিকে বিবেচনা করে দেখা যাবে। রেলের সূত্রে বলা হয়েছে, এই ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করার জন্য  নির্দিষ্ট দফতরকে বিবেচনা করে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তাই আশা করা হচ্ছে শীঘ্রই হয়তো রাতের দিকেও নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন ছাড়তে পারে হাওড়া বা শিয়ালদহের উদ্দেশ্যে। সেক্ষেত্রে পর্যটকদের ফেরা আরও সহজ হবে। তাছাড়া অনেকেই রাতের দিকে লম্বা ট্রেন জার্নি করত পছন্দ করেন। তাদের জন্য রাতের দিকে ট্রেন চালু হলে অনেকটাই সুবিধা হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ রিচার্জ না করলেও এতদিন চালু থাকবে SIM! Jio, Airtel, BSNL-র জন্য নয়া নিয়ম TRAI-র

প্রসঙ্গত, নিউ জলপাইগুড়ি একটু গুরুত্বপূর্ণ স্টেশন হলেও সেখান থেকে রাতের বেলা কলকাতা বা শিয়ালদহের উদ্দেশ্যে কোনো ট্রেন নেই। এর ফলে যদি কেউ এমার্জেন্সিতে ফিরতেও চান কোনো অপশন থাকে না। এই মর্মে গতবছর ডিসেম্বর মাসে রেলমন্ত্রীকে চিঠি লেখেন শমীক ভট্টাচার্য। স্থানীয় বিধায়ক শঙ্কর ঘোষও চিঠি লিখেছিলেন। এর ১ দুমাস পেরোতেই এমন একটা খবরে বেশ খুশি যাত্রীরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group