হাওড়া, বাঁকুড়ার পর আরেকটি নতুন রুট পেতে চলেছে বাংলা! একযুগ পর শুরু কাজ

Published on:

new railway track

শ্বেতা মিত্র, নিউ জলপাইগুড়িঃ উত্তরবঙ্গে (North Bengal) ফের গতি পেতে শুরু করেছে রেললাইন সম্প্রসারণের কাজ। বালুরঘাট-হিলি রুটে রেল লাইন সম্প্রসারণের কাজ নতুন করে শুরু হয়েছে বলে সংবাদ মাধ্যম রিপোর্টে প্রকাশ করা হয়েছে। শুরু হয়ে গিয়েছে জমি অধিগ্রহণের কাজ।

বাংলা পাচ্ছে নতুন রেল রুট?

বালুরঘাট-হিলি রুটে রেললাইন পাতার পরিকল্পনা নেওয়া হয়েছিল অনেক আগেই। পরিকল্পনা গ্রহণ করা হলেও প্রায় এক যুগ ধরে বন্ধ ছিল লাইন সম্প্রসারণের কাজ। দেখা দিয়েছিল জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা। এই সমস্যা কাটিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করা হয়েছে বলা জানা গিয়েছে।

আলোচ্য অংশে রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য উদ্যোগ নিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই উদ্যোগ এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এবার এই ফেলে রাখা কাজ সম্পন্ন করার জন্য নড়েচড়ে বসেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তাঁর উদ্যোগের পর দ্রুততার সঙ্গে কাজ শুরু করেছে কেন্দ্রীয় রেল মন্ত্রক। জমি অধিগ্রহণ করার জন্য শুরু হয়েছে কাজ। নিয়ে আসা হয়েছে মাটি কাটার মেশিন, ভেঙে ফেলা হচ্ছে প্রস্তাবিত রেলপথের ওপর থাকা বেআইনি নির্মাণ। এতদিন জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যার কারণে কাজ শুরু করা যায়নি। সমস্যা দূর করে কাজে গতি আনছে কেন্দ্রীয় রেল মন্ত্রক।

বড় উদ্যোগ কেন্দ্রের

কিছু দিন আগে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেছিলেন বিজেপি সাংসদ ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উত্তরবঙ্গে রেল লাইন সম্প্রসারণের ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। দু’জনের কথপকথনে উঠে এসেছিল বালুরঘাট-হিলি রেল লাইন সম্প্রসারণের কথা। তারপরেই নতুন করে কাজ শুরু করার ব্যাপারে কোমর বেঁধে নেমেছে রেল।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

সুকান্ত মজুমদারের অভিযোগ ছিল, নতুন রেল লাইন পাতার ব্যাপারে রাজ্য সরকারের উদাসীনতা ছিল। এর ফলেই কাজ এগোয়নি বলে তাঁর দাবি। যদিও দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা দাবি করেছেন, জমি অধিগ্রহণের কাজ অনেকটাই এগিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ শতাংশ জমি তুলে দেওয়া হয়েছে রেলের হাতে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥