শ্বেতা মিত্র, কলকাতাঃ কাজ প্রায় শেষের দিকে। ভ্রমণ প্রেমীদের জন্য খুলে যেতে চলেছে আরো একটা রাস্তা। বছরের পর বছর ধরে চলা সমস্যার সমাধান এবার পেয়ে যাবেন স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক সকলে। আসলে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার জন্য একটা নতুন রাস্তা তৈরি হয়েছে। গত কয়েক বছর ধরে এই রাস্তা নির্মাণের কাজ চলছিল। কাজ এখন প্রায় শেষের দিকে বলে জানা গিয়েছে।
সিকিম যাওয়া এবার আরও সহজ
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই নতুন রাস্তার মাধ্যমে খুব সহজে শিলিগুড়ি থেকে সিকিম পৌঁছানো যাবে। পশ্চিমবঙ্গের কালিম্পং-( NH-717A) ও বাগরাকোটের মধ্যে তৈরি করা হয়েছে এই সড়ক পথ। রাস্তাটি তৈরি করেছে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। শিলিগুড়ি থেকে কালিম্পঙ হয়ে সিকিম যাওয়ার পুরোনো রাস্তা বারংবার সমস্যা সৃষ্টি করেছে। ভারী বৃষ্টি কিংবা ধসের কারণে বহুবার বন্ধ থেকেছে রাস্তা। ফলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ।
১০ নম্বর জাতীয় সড়কের বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে কালিম্পং ও বাগরাকোটের মধ্যে এই সড়ক পথ। এই নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছিল ২০১৮ সালে। এই রাস্তা তৈরি করতে ৯০০ কোটি টাকা খরচ করেছে কেন্দ্র। নতুন রাস্তার ফলে যে অনেকটাই সুবিধা হবে সেটা বলার অপেক্ষা রাখে না। এই পথে গাড়ি চলাচল শুরু হওয়ার পর শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার জন্য আর গরুবাথানের দিকে গাড়ি ঘোরাতে হবে না। যাতায়াতের সময় কমে যাবে অনেকটাই। সেই সঙ্গে রাস্তাটিও সুন্দর।
বড় চমক প্রশাসনের
নতুন রাস্তার দুই ধারে প্রাকৃতিক দৃশ্য রীতিমতো মন ভালো করা। নতুন সড়ক পথের সৌজন্যে পর্যটকরা আগামী দিনে আরো অফবিট জায়গার সন্ধান পেয়ে যেতে পারেন বলেও আশা করা হচ্ছে। কালিম্পংয়ের সঙ্গে একদিকে শিলিগুড়ি এবং ডুয়ার্স, অন্যদিকে সিকিমের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আগের থেকে অনেক বেশি সহজ বলে বলে আপাতত মনে করা হচ্ছে।