শ্বেতা মিত্র, কলকাতাঃ তারাপীঠ মন্দিরে (Tarapith Temple) নতুন করে জারি করা হল এক গুচ্ছ নিয়ম। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে এই নিয়মগুলো জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পরেই লাগু করা হয়েছে নির্দেশিকা। ফলত এখন থেকে যে সমস্ত দর্শণার্থীরা তারাপীঠ মন্দির দর্শনের জন্য যাবেন, তাঁদের সবাইকে এই নির্দেশিকা মেনে মায়ের মূর্তি দর্শন করতে হবে।
তারাপীঠ মন্দির নিয়ে বড় সিদ্ধান্ত
পৌষ মাসের প্রথম দিন থেকে মন্দিরের এই নিয়মগুলো চালু করা হয়েছে। কিছু দিন আগে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সেবাইতরা। প্রশাসনের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক। দুই পক্ষের মধ্যে আলোচনার সময় নতুন নিয়মের ব্যাপারটিও উঠে এসেছিল। আলোচনায় জেলাশাসক মন্দির নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। সেই মতো পৌষ মাসের প্রথম দিন থেকেই নতুন নিয়ম চালু করা হয়েছে। এবার থেকে তারাপীঠের মায়ের মন্দিরে গেলে, সবাইকে এই সব নিয়ম মেনে চলতে হবে।
কী কী নিয়ম চালু করা হয়েছে, চলুন দেখে নেওয়া যাক
১) মন্দিরের গর্ভগৃহের ভেতরে গোলাপজল, আলতা ইত্যাদি দেওয়া যাবে না।
২) দু’টি লাইন পুজোর জন্য রাখতে হবে, অতিরিক্ত লাইন করা যাবে না। তারমধ্যে জেনারেল লাইনকে এক ঘণ্টা আগে চালু করতে হবে। তারপর বিশেষ লাইন খোলা হবে
৩) মন্দিরে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে। তার মানে, মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না।
৪) নির্দিষ্ট সময় মায়ের মন্দিরে ভোগ নিবেদন করা বাধ্যতামূলক করা হয়েছে।
৫) প্রতিমার চরণ স্পর্শ করা যাবে। তবে প্রতিমাকে জড়িয়ে ধরা যাবে না।
৬) নির্দিষ্ট সময় মন্দির খুলতে হবে ও বন্ধ করতে হবে।